কৃষক আন্দোলনের জের, ফের ফাটল এনডিএ শিবিরে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নয়া কৃষি আইন পাশের পরেই এনডিএ শিবির ছেড়েছে আকালি দল। কিন্তু গত কয়েকদিন ধরে আন্দোলনের জেরে এবার এনডিএ শিবিরে ফের ফাটল স্পষ্ট হল। একাধিক টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উদ্দেশ্যে কৃষি আইন নিয়ে কেন্দ্রের তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার আর্জি জানান রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির প্রধান হনুমান বেনিওয়াল। বৃহস্পতিবারের পরিবর্তে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে টুইটে রাজস্থানের সাংসদের বক্তব্য, সারা দেশে কৃষকদের যে আন্দোলন চলছে তার কথা মাথায় রেখে নতুন কৃষি আইন প্রত্যাহার করা হোক। পাশাপাশি স্বামীনাথন কমিশনের সমস্ত সুপারিশ বাস্তবায়িত করার দাবী তুলেছেন হনুমান বেনিওয়াল। একইসঙ্গে দ্রুত কৃষকদের সঙ্গে বৈঠকের আর্জি জানিয়েছেন তিনি।

রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি এনডিএর অংশ। কিন্তু বেশীরভাগ ভোট আসে কৃষক এবং জওয়ানদের কাছ থেকে। যদি কৃষকদের সঙ্গে সঠিক পদক্ষেপ না নেওয়া হয়, সেক্ষেত্রে ভবিষ্যতে আরএলপি এনডিএর অংশ থাকবে কি না  সে বিষয়ে ভেবে দেখা হবে।

 

নয়া কৃষি আইনে কারণে এই নিয়ে দ্বিতীয়বার হোঁচট খেতে হল এনডিএকে। এর আগে চলতি বছরেই কৃষি আইনের প্রতিবাদে এনডিএ জোট ছাড়ে বিজেপির পুরাতন মিত্র শিরোমণি আকালি দল। মোদি টু পয়েন্ট ও কেবিনেট থেকে ইস্তফা দেন হরশিমরত কৌর বাদল। এবার আরএলপি এনডিএ জোট থেকে সরে গেলে ব্যাপক প্রভাব পড়বে জাঠ ভোটের ক্ষেত্রেও। যার ফলে শুধুমাত্র এনডিএ নয়, রাজস্থানের ১০ থেকে ১৫ টি লোকসভা কেন্দ্রে পড়বে এর প্রভাব। শুধুমাত্র কেন্দ্র নয়, কৃষকদের বিরোধিতায় পড়শি রাজ্য হরিয়ানা যাতে না কোনও পদক্ষেপ নেয় সেই আর্জি জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ কৃষক আন্দোলনের জট কাটাতে দু’দফার বৈঠকে কেন্দ্র

পুলিশ অথবা সরকার যদি কৃষকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে রাসজস্থান সহ দেশের একাধিক প্রান্তে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি আন্দোলনে শামিল হবে বলে জানিয়েছেন তিনি। সূত্রের খবর, আগামী কৃষক আন্দোলনে যোগ দিতে পারেন আরএলপি প্রধান হনুমান বেনিওয়াল।

প্রসঙ্গত, টানা তিন মাস ধরে চলা কৃষকদের এই আন্দোলন গত কয়েকদিনে দিল্লিতে বিরাট আকারা ধারণ করেছে। নতুন কৃষি আইনের প্রতিবাদে শামিল হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান সহ একাধিক রাজ্যের কৃষক সংগঠনগুলি। দিল্লিতে টানা কয়েকদিনের আন্দোলনে অবরুদ্ধ পাঁচটি প্রবেশপথ। কৃষকদের দাবী পুরণে দফায় দফায় বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। কিন্তু অমিত শাহের শর্তসাপেক্ষ বৈঠকে রাজি নয় কৃষকরা।

সম্পর্কিত পোস্ট