ঘুরে দাঁড়ানোই প্রধান লক্ষ্য ফাউলারের কাছে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রথম সিজন। তাই প্রেশার একটু ছিলই। কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে ফ্যানদের যে প্রত্যাশা ছিল যা এখনও পূরণ হয়নি। কারণ লড়াই করেও একটি ম্যাচে জয়লাভ করতে পারেনি লাল-হলুদ শিবির। লিগ টেবিলে তাঁদের অবস্থান একেবারে নীচে।
দলের হারের জন্য রেফারিং এবং ডিফেন্ডারদের গাফিলতিকে দোষারোপ করলেন মাঘোমাদের হেডস্যার। দলের মধ্যে বোঝাপড়া তৈরি হলে সমস্যা দুর হবে বলে জানিয়েছেন তিনি। তার জন্য আরও সময় লাগবে বলে দাবী প্রাক্তন প্রিমিয়ার লিগ খেলোয়াড়ের।
রেফারিংয়ের বিরুদ্ধে তোপ দেগে ফাউলারের মন্তব্য, রেফারিংয়ের জন্য গত ম্যাচ হারতে হয়েছে। দুটি নিশ্চিত পেনাল্টি দেওয়ায় হল না। আইএসএলের মতো লিগে এই ভুল মেনে নেওয়া সম্ভব নয়।
আরও পড়ুনঃ নভেম্বরে আইএসএলের সেরা খেলোয়াড় রয় কৃষ্ণ
পাশাপাশি ডিফেন্সের দিকে আঙুল তুলে এসসি ইস্টবেঙ্গল কোচের অভিযোগ, দলের ডিফেন্সের মধ্যে গাফিলতি রয়েছে। রক্ষনভাগকে আরও শক্ত হতে হবে। আমরা লড়াই করছি। দলের কিছু খেলোয়াড়কে শিখতে হবে কিভাবে ডিফেন্ড করতে হয়। তবে একটানা হারের পরেও ফাউলার এখনও আশাবাদী তিনি জয় ফিরে পাবেন।
দলের মধ্যে বোঝাপড়া তৈরি হতে আরো সময় লাগবে বলে দাবী রবি ফাউলারের। বায়ো বাবল এবং কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে মাত্র তিন সপ্তাহ হল দল খেলছে। তাই বিষয়টা তাঁর কাছে চ্যালেঞ্জিং।
বৃহস্পতিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামছে লাল হলুদ শিবির। গত ম্যাচে এটিকে মোহনবাগানকে পরাজিত করে জামশেদপুরের খেলোয়াড়দের আত্মবিশ্বাস তুঙ্গে। তাই লাল হলুদ শিবিরের জন্য এই ম্যাচেও জয় বেশ কঠিন হবে বলে মনে করছে ফুটবল মহল।