পেনাল্টি শ্যুটে নেই রোনাল্ডো, কোপাইটালিয়ায় সেরা নাপোলি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোভিড-১৯ এর গ্রাসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি। তারপর সেই ধাক্কা কাটিয়ে উঠে ফুটবল ছন্দে ফিরেছে ভাটিকানদের দেশ।

স্বাস্থ্যবিধি মেনে বদলে গিয়েছে খেলার নিয়ম। নতুন নিয়মে ভাগ্যের চাকা বদলে গেল নাপোলির। ষষ্ঠবার কোপা ইটালিয়া নিজেদের পকেটে পুড়ল তাঁরা।

এদিন শুরু থেকেই বেশ টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল শুরু হয়। অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাকে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দেয়নি। স্ট্রাটেজিতে একাধিক বদল। শেষ মিনিট অবধি লড়াই চালিয়ে গেল মৌরিজিও এবং জেনেরিও গাট্টুসোর দল৷

কোভিড-১৯ এর নতুন নিয়ম অনুযায়ী এদিন ম্যাচের এক্সট্রা মিনিট পায়নি উভয় দল। গোল শুন্য অবস্থায় ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুট আউট পর্বে।

শুরুতেই জুভেন্তাসের হয়ে পেনাল্টি মিস করে বসেন ডিবালা। গোটা ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর গোলকিপার মেরেটের কাছে হার মানেন আর্জেন্টাইন মিডফিল্ডার। নাপোলি ক্যাপ্টেন ইনসিনিয়ার বুলেট শট প্রতিহত করতে ব্যর্থ হন জেজে বুঁফো।

এরপর পেনাল্টি কিক মারতে আসেন ড্যানিলো। পোস্টের বাইরে বল রেখে নাপোলির জয়ের রাস্তা পরিষ্কার করে দেন তিনি।

পরে অবশ্য অধিনায়ক লিওনার্দো বোনুচ্চির গোল রক্ষা করতে পারেনি জুভেকে। ম্যাক্সিমোভিচ এবং মিরিকের জোড়া গোলে জয় পায় নাপোলি৷

তবে সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টি লক্ষ্য করা গেল তা হল পেনাল্টি শ্যুটে প্রথম তিন জনের মধ্যে নাম নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

স্বভাবতই যে কোনও পেনাল্টি শ্যুট পর্বে প্রথম তিন জনের মধ্যে রোনাল্ডোকে রাখা হয়। সেখানে হয়তো ভুল করেছেন ম্যানেজার মৌরিজিও। আর তাই জন্য হাতছাড়া করতে হল জেতা ম্যাচ।

সম্পর্কিত পোস্ট