রয় কৃষ্ণার ফিনিশং স্কিল এবারেও হতে পারে এটিকে মোহনবাগানের জয়ের চাবিকাঠি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এটিকে মোহনবাগানের প্র্যাকটিস শিবিরে দেখা গেল রয় কৃষ্ণাকে। আর মাত্র দুই সপ্তাহ পর কেরালার ব্লাস্টার্সের বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগের যাত্রা শুরু করবে এটিকে মোহনবাগান।

এর আগে এটিকের সাফল্যের পিছনে কৃষ্ণার পারফরম্যান্স একটি গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছিল। গত সিজনে ১৫ টি গোল করেন ফিজিয়ান স্ট্রাইকার। যা গোটা দলকে একটা আলাদা মাত্রা দেয়। এছাড়াও গত সিজনে ৬ টি অ্যাসিস্ট এবং ২১ টি গোলের পিছনে কৃষ্ণার ভূমিকা অনস্বীকার্য। গোটা সিজনের ৩৩ টি গোল করে এটিকে।

 

গতবারের জয়ের ধারা অব্যহত রাখতে নতুন খেলোয়াড় হিসাবে কোচ অ্যান্টনিও হাবাস এনেছেন ব্র্যাডেন ইনমান এবং কার্ল ম্যাকহিউয়ের মতো তারকা খেলোয়াড়দের। এছাড়াও সন্দেশ ঝিঙ্গানের উপস্থিতি আরও নজর কেড়েছে এটিকে মোহনবাগানের।

কৃষ্ণার ধারাবাহিক পারফরম্যান্সের পিছনে রয়েছে তাঁর অনবদ্য স্কিল। গত সিজনের ১২ টি ওপেন গোলের মধ্যে ৫ টি গোল কাউন্টার অ্যাটাকের মাধ্যমে করেন কৃষ্ণা। অনেক সময় কৃষ্ণার রণনীতি তাক লাগিয়ে দিয়েছে বিপক্ষের ডিফেন্ডারদের।

শুধুমাত্র কৃষ্ণাকে টার্গেট করতে গিয়ে প্ল্যান ভেস্তেছে বিপক্ষের খেলোয়াড়দের। গত সিজন থেকেই এই নতুন প্যাটার্নে ধাতস্ত হয়ে গিয়েছে দল। তাই এবারের সিজনের বক্সের ভিতরে সতর্ক হয়ে খেলতে হবে বিপক্ষের ডিফেন্ডারদের। গত সিজনে সাইডলাইন থেকে বাড়ানো পাসে মাত্র দুটি গোল করেন কৃষ্ণা।

যদিও শর্ট হাইটের কারণে হেড পাসে মিস করতে দেখা দিয়েছে তারকা স্ট্রাইকারকে। এবারের সিজনে যদি এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারেন, তাহলে এটিকে মোহনবাগানকে চ্যাম্পিয়ন হওয়া থেকে আটকানো সম্ভব নয়।

শুধুমাত্র রয় কৃষ্ণা নয়, ডিফেন্সে সন্দেশ ঝিঙ্গানের উপস্থিতি দলকে আরও মাইলেজ দেবে। এবারের শুরু থেকেই কৃষ্ণাকে প্রথম একাদশে রেখে নজর কাড়তে রাজি এটিকে মোহনবাগান।

সম্পর্কিত পোস্ট