বর্ষা মিটলেই বক্সায় আসছে রয়্যাল বেঙ্গল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সুখবর। বর্ষা বিদায় নিলেই বক্সায় আসবে রয়ালবেঙ্গল। অসমের কাজিরাঙা উদ্যান থেকে বক্সার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার আনার কথা ছিল মার্চ মাসে। কিন্তু লকডাউনের জেরে সেই কাজ আটকে গিয়েছে।
তবে মন খারাপের কিছু নেই। বন দফতর জানিয়েছে, রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেই রয়্যাল বেঙ্গল টাইগার আসবে বাংলায়। প্রতিবেশী রাজ্য অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান থেকে খুব শিগগিরই আসবে ৯ জন ডোরাকাটা অতিথি।
তবে এক্ষুনিই কোনও রকম ঝুঁকি না নিয়ে অসম থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পে তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বন দফতর। এরপর আরও দুবারে মোট ৯টি বাঘ আনা হবে।
এই বিষয়ে বক্সা টাইগার রিজার্ভের ক্ষেত্র অধিকর্তা শুভংকর সেনগুপ্ত জানিয়েছেন, এনটিসিএ , ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট ও পশ্চিমবঙ্গ সরকার মিলে একটি পাঁচ বছরের টাইগার প্রজেক্ট হাতে নিয়েছে। সেই প্রজেক্টের মূল উদ্দেশ্য হল অসমের জঙ্গল থেকে বক্সার জঙ্গলে বাঘ নিয়ে আসা ।
কিন্তু করোনার জেরে সেই পরিকল্পনা থমকে গিয়েছিল। এরমধ্যে বর্ষা ঢুকে পড়েছে রাজ্যে। তবে বর্ষা বিদায় নিলেই কাজ পুরো দমে শুরু হবে। এখন শুধু সময়ের অপেক্ষা। বক্সারে বাঘ এনে রাখার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি বলে জানিয়েছেন তিনি।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/allahabad-high-court-orders-immediate-release-of-dr-kafil-khan/
২০১৮ সালে সারা দেশ জুড়ে বাঘ সুমারির পর বক্সার প্রকল্পকে বাঘ শূন্য বলে চিহ্নিত করেছিল কেন্দ্রীয় বাঘ সংরক্ষক সংস্থা ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি।
এই প্রশ্নও সামনে এসেছিল যে, এর পরেও বক্সা ব্যাঘ্র প্রকল্পের ‘টাইগার রিজার্ভ’ তকমা কেন কেড়ে নেওয়া হবে না? কারণ, বক্সা টাইগার রিজ়ার্ভে শেষ রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলেছিল আশির দশকে ।
সেই সময় সারা দেশের মধ্যে বক্সা জাতীয় উদ্যান ১৩তম ব্যাঘ্র প্রকল্পের মর্যাদা পেলেও টানা ত্রিশ এখানে বাঘের সরাসরি দর্শন হয়নি।তা নিয়ে বিতর্ক ও সমালোচনার ঝড়ও কম ওঠেনি। তড়িঘড়ি বক্সার হৃত গৌরব ফিরিয়ে আনতে মরিয়া বন দফতর ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি।