জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের সোয়াব টেস্টে মিলল আর এস ও আই বি ভাইরাস

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  জলপাইগুড়ি সদর হাসপাতালের চিকিৎসাধীন থাকা ৩জন শিশুর সোয়াব পরীক্ষা করে আর এস ভাইরাস এবং আরও ৩ জন শিশুর আই বি ভাইরাস মিলেছে। আর ২ জনের সোয়াব নষ্ট হয়েছে দাবি স্বাস্থ্য দফতরের।

জলপাইগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ভাইরাল জ্বরে আক্রান্ত ১০জন শিশুর সোয়াব নমুনা পরীক্ষা করে এই রিপোর্ট দিয়েছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। আরও কয়েকজনের রিপোর্ট আসবে রাতে এমনটাই জানা গিয়েছে।

বিজেপির অবাঙালী ভোট ব্যাঙ্কে থাবা, ভবানীপুরের মেগা লড়াইয়ে মমতার প্রচারে অভিষেক

শিশুদের মধ্যে জ্বরে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে বলে জানা গিয়েছে। যদিও স্বাস্থ্য দফতরের দাবি, ভয়ের কিছু নেই সচেতন থাকতে হবে।

জেলা স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের ওএসডি চিকিৎসক সুশান্ত রায় বলেন, শিশুদের ভাইরাস দেখা যাচ্ছে সেটা নতুন নয়। আগেও হয়েছে। রাজ্য জুড়ে শিশুরা আক্রান্ত হচ্ছে। নরমাল চিকিৎসা চলবে। ২০১৭,১৮, ১৯ ও ২০ সালের থেকে অনেকটা কম শিশু আক্রান্ত হয়েছেন। সচেতন হতে হবে শিশুদের নিয়ে। পারলে শিশুদের আলাদা রাখতে বলা হচ্ছে। ভয় ও আতঙ্কের বিষয় নেই।

সম্পর্কিত পোস্ট