বোমা-গুলির মধ্যেই জমে উঠেছে কবির লড়াই, রাজ্য রাজনীতিতে নয়া ট্রেন্ড
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বোমা-গুলির লড়াইয়ে উত্তপ্ত বাংলা ( West bengal)। তারই মধ্যে আশার আলো দেখাচ্ছে কবির (Poet) লড়াই। এতে একটু অশ্লীলতা, ব্যক্তি আক্রমণের ব্যাপার আছে ঠিকই, তবু খুন-জখমের থেকে ভালো এই কবির লড়াই। অন্তত এতে কারোর রক্ত ঝড়ে না। এই কবিদের তালিকায় নতুন সংযোজন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।
রাজ্যের সাম্প্রতিক কবির লড়াইয়ে সামিল কবিদের তালিকাটা কম আকর্ষণীয় নয়। শুরুটা হয়েছিল রুদ্রনীল ঘোষকে (Rudranil Ghosh) দিয়ে। তারপর ছন্দমিলের রাজা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) হয়ে এবার মদন মিত্র। রুদ্রনীল যদি অনুমাধব দিয়ে তাকে লাগিয়ে দেন, তবে মদনের হাতিয়ার নীলমাধব। টলিউডের রুদ্রকে কটাক্ষ করে ‘মাধব নীল’ বলেছেন তিনি।
রাজ্য জুড়ে বল্গাহীন নারী নির্যাতন ! মহিলা মুখ্যমন্ত্রীর আমলে কোথায় নিরাপত্তা?
অনুমাধব কবিতায় নাম না করে রুদ্রনীল ঘোষ আক্রমণ করেছিলেন অনুব্রত মণ্ডলকে। পাল্টা রুদ্র দাদা কবিতায় টলিউড অভিনেতাকে আক্রমণ করেন দেবাংশু। এবার আসরে নামলেন ‘কালারফুল’ মদন। যদিও তাঁর কবিতার ভাষা কোথাও কোথাও শালীনতার গণ্ডি ছাড়িয়েছে। তবু ভালো। রক্ত দেখতে দেখতে রাজ্যের মানুষ এতটাই ক্লান্ত ও ভীতসন্ত্রস্ত যে কবির লড়াই অন্তত ভয়ের কথা বলছে না। তবে মদন মিত্র যেভাবে রুদ্রনীলের পেশা নিয়ে প্রশ্ন তুলেছেন তাতে কেউ কেউ প্রচ্ছন্ন হুমকির ইঙ্গিত পাচ্ছেন।
এদিকে মঙ্গলবার সন্ধেয় রুদ্রনীল আবার একটি কবিতা লেখেন। যথারীতি তার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। এই কবিতায় সরাসরি নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিষয় হাঁসখালি কাণ্ডে মুখ্যমন্ত্রীর করা বিতর্কিত মন্তব্য।