Rudranil Ghosh : “…একবার কাছে এসো চড়াম চড়াম ঢাক বাজাবো একটু পাশে বসো”,’কেষ্ট’ কে তুলোধনা রুদ্রনীলের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অনুব্রত মণ্ডল (Anubrta Mandal)কে নিয়ে রাজনৈতিক চর্চা অব্যাহত।  ব্যঙ্গ বিদ্রুপে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া ( Social Media)।  আট থেকে আশি কেউই অনুব্রত মণ্ডল কে নিয়ে মশকরা করতে ছাড়ছেন না।

কখনো তার বিভিন্ন শব্দ চয়ন,  কখনো আবার তার দেহের আকৃতি,  আবার কখনো কখনো তার বাচনভঙ্গি সবটাই যেন এখন ট্রেন্ডিং  সোশ্যাল মিডিয়ায়।  অনুব্রত মণ্ডল কে আক্রমণ করলেন  বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ ( Rudranil Ghosh )।

নিজের ফেসবুক পেজে একটি প্যারোডি পোস্ট করেছেন  বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ।জয় গোস্বামীর ‘মালতীবালা বালিকা বিদ্যালয়’ কবিতার প্যারোডি করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।কবি জয় গোস্বামীকে ‘ভয়’ গোস্বামী বানিয়ে তৈরি করলেন ‘অনুমাধব’ ।

Rudranil Ghosh

তিনি বলেছেন, “অনুমাধব, অনুমাধব তোমার বাড়ি যাবো, এই গরমে এক গ্লাস জল বাতাস পাবো?  অনু মাধব হাসপাতলে তোমার বুকে ব্যথা, অক্সিজেনের টান পড়েছে কুঁকড়ে গেছো নেতা।  আমি যখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, তখন তোমার হয়নি এমন এক্ত বড় ভুঁড়ি।  রামপুরহাটের মাছ বাজারে ছিল প্রথম দেখা অনু মাধব তুমি জানো ছিলাম কত নেকা।”

এর পরেই রুদ্রনীল ঘোষ কে বলতে শোনা গিয়েছে,  আমি এখন নিজাম প্যালেস এখন সিবিআই অনুমাধব আজও আমি শুধু তোমায় চাই।  পালিয়ে বেড়াও আমার থেকে কেন বারংবার, আমার থেকে প্রিয় তোমার গরুর কারবার?  অনুমাধব অনুমাধব একবার কাছে এসো চড়াম চড়াম ঢাক বাজাবো একটু পাশে বসো।

এখানেই থামেননি। অনুব্রত মণ্ডলের সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করতে দেখা গিয়েছে তাকে। প্রসঙ্গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে চার্টার্ড ফ্লাইটে করে সোজা হাজির হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে। তারপর বিজেপিতে যোগদান করেছিলেন বিশিষ্ট অভিনেতা।

World Health Day 2022 : জানুন এবারে বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম

একাধিক সভা-সমিতিতে দেখা গিয়েছে তাকে। ইদানিং সক্রিয় রাজনীতিতে একটু কমই দেখা যাচ্ছে রুদ্রনীল ঘোষকে। তার মাঝে অনুব্রত মণ্ডল কে ব্যঙ্গ করে এই প্যারোডি নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে

সম্পর্কিত পোস্ট