#CoronaVirusOutbreak,রাজধানী এক্সপ্রেসে করোনা, ট্রেন থামিয়ে স্বাস্থ্য পরীক্ষা রাশিয়ান দম্পতির
করোনার আতঙ্ক গ্রাস করেছে ভারতীয় রেলের অন্যতম ট্রেন রাজধানী এক্সপ্রেসে । এক রাশিয়ান দম্পতি অন্য যাত্রীদের নজরে পড়তেই ছড়িয়ে পড়ে গুজব ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- মারণ ভাইরাস করোনায় ইতিমধ্যেই দেশের প্রায় ১১০ জন আক্রান্ত হয়েছেন । ভাইরাস যাতে না ছড়াতে পারে তার জন্য যেকোনো জমায়েতের ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা ।
অন্যদিকে জমায়েতে নিষেধাজ্ঞা জারি হলেও দেশের যোগাযোগের অন্যতম মাধ্যম ভারতীয় রেল, স্বাভিকভাবেই সেখানে জমায়েতকে সামলানো একটু কঠিন ব্যাপার ।
রাজধানী এক্সপ্রেসে করোনা
করোনার আতঙ্ক গ্রাস করেছে ভারতীয় রেলের অন্যতম ট্রেন রাজধানী এক্সপ্রেসে । এক রাশিয়ান দম্পতি অন্য যাত্রীদের নজরে পড়তেই ছড়িয়ে পড়ে গুজব ।
তাঁরা করোনা আক্রান্ত এই সন্দেহে আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই । বাধ্য হয়ে পাটনা স্টেশনে স্বাস্থ্য পরীক্ষা করা হয় দম্পতির ।
আরও পড়ুন : ক্রমাগত বেড়ে চলেছে করোনার দাপট, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৩
চিকিৎসক তাঁদের সুস্থ বলে ঘোষণা করার পর দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন।
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সকলেই অতিরিক্ত সচেতনতা অবলম্বন করছেন ।
বিদেশিদের দেখতেই সেই আতঙ্ক কয়েকগুন বেড়ে যাচ্ছে এদেশের বাসিন্দাদের । রবিবার সেই আতঙ্কের ফলই ভুগতে হল রাশিয়ান দম্পতিকে ।
জানা গিয়েছে, ২৭ ফেব্রুয়ারি ভারতে আসেন ওই রাশিয়ান যুগল । সোমবার দিল্লি থেকে বিমানে দেশে ফেরার কথা তাঁদের ।
রাজধানী এক্সপ্রেসে করোনা,স্বাস্থ্য পরীক্ষার পর মিলল সবুজ সংকেত
তাই দিল্লি পৌঁছতে রবিবার হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেসে ওঠেন তাঁরা । প্রথম দিকে সবকিছু ঠিক থাকলেও কিছুক্ষণের মধ্যে গোটা ট্রেনে গুজব ছড়িয়ে পড়ে যে, করোনা আক্রান্ত ওই দম্পতি ।
এরপর খবর যায় রেল আধিকারিকদের কাছে । বাধ্য হয়ে পাটনা স্টেশনে ট্রেন থেকে নামানো হয় তাঁদের ।
সেখানে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা । এরপর সবুজ সংকেত মিলতেই ফের ট্রেনে ওঠার অনুমতি পান ওই রাশিয়ান যুগল।
এপ্রসঙ্গে পূর্ব মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজেশ সিং বলেন, বর্তমানে যা পরিস্থিতি তাতে এছাড়া কোনও উপায় ছিল না ।
আরও পড়ুন : #CoronaVirusIPLকরোনার জেরে চেন্নাই ছাড়লেন মাহি
প্রসঙ্গত, গোটা বিশ্বে অব্যাহত করোনা আতঙ্ক । প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ।
বিশ্বের ১২৩টি দেশ করোনা কবলিত । গোটা বিশ্বে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন সাড়ে ৬ হাজারেরও বেশি মানুষ ।
ভাইরাসের আঁতুরঘর বলে পরিচিত চিনের ইউহানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, এখন দুশ্চিন্তার কারণ ইটালি-সহ গোটা ইউরোপ ।
নোভেল করোনা ভাইরাসে স্পেনে একদিনে মৃতের সংখ্যা ১০০ । COVID-19-কে ‘বিশ্বব্যাপী মহামারি’ ঘোষণার পর ভারতেও আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে ।