নরেন্দ্র মোদির ভক্ত বলে জাহির করলেও অতীত উদাহরণ রূপাকে নিয়ে সংশয় জিয়েই রাখল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিজেপির রাজ্য মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী তথা রাজ্যসভার প্রাক্তন রাষ্ট্রপতি মনোনীত সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের দলবদল নিয়ে হঠাৎই জল্পনা শুরু হয়েছে। দিন কয়েক আগে একটি অনুষ্ঠানে তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে রূপার দেখা হয়েছিল। সেখানে তাঁদের দু’জনকে কথা বলতে দেখা যায়। পরে ঘটা করে বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান কুণাল।
যদিও তিনি এটাকে নিছকই সৌজন্য সাক্ষাৎকার বলেছেন। এদিকে জল্পনা চলতে থাকায় রূপা গঙ্গোপাধ্যায় নিজে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। নিজেকে নরেন্দ্র মোদির ভক্ত বলে জাহির করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিজেপি ছেড়ে কোথাও যাবেন না। কিন্তু অতীতের বেশ কিছু অভিজ্ঞতা প্রাক্তন অভিনেত্রীকে নিয়ে জল্পনা এখনই বন্ধ হতে দিচ্ছে না।
রূপা গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম কয়েক বছর অতি সক্রিয় ছিলেন। রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে সেই সময় তাঁকে নিয়মিত রাজপথের আন্দোলনে দেখা যেত। ১৯ এর লোকসভা নির্বাচনেও তিনি বিজেপি প্রার্থীদের হয়ে সামনের সারিতে দাঁড়িয়ে প্রচার করেন। যদিও তারপর থেকেই ধীরে ধীরে অনেকটাই অন্তরালে চলে যান।
বিশেষ করে লকেট চট্টোপাধ্যায় বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী হওয়ার পর ময়দানে নেমে রূপার রাজনীতি করাটা অনেকটাই যেন কমে যায়। একুশের বিধানসভায় অবশ্য দলের হয়ে কয়েকটি সভা সমাবেশে বক্তব্য রাখেন। তবে মাসখানেক আগে রাজ্যসভার রাষ্ট্রপতি মনোনীত সাংসদ হিসেবে তাঁর মেয়াদ শেষের পর সেভাবে বিজেপির কোনও কর্মসূচিতে রূপা গঙ্গোপাধ্যায়কে যোগ দিতে দেখা যায়নি।
সংবিধান অবমাননার অভিযোগে পদত্যাগ কেরলের সিপিএম মন্ত্রীর
তাঁর এই নীরবতা নিয়ে জল্পনা শুরু হয়েছিল, তবে কী রূপা গঙ্গোপাধ্যায় প্রত্যক্ষ রাজনীতিতে উৎসাহ হারিয়েছেন। এরই মাঝে কুণাল ঘোষের সঙ্গে তাঁর সাক্ষাৎ দলবদলের জল্পনা উস্কে দেয়। রূপা গঙ্গোপাধ্যায় নিজে সেই সম্ভাবনা খারিজ করে দিলেও বাবুল সুপ্রিয় বা হালে অর্জুন সিংয়ের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ঘটনাক্রম মাথায় রেখে অনেকেই এক্ষুনি তাঁর দলবদলের সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিতে রাজি নন।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে রূপা গঙ্গোপাধ্যায় হয়তো দল পরিবর্তন করবেন না। তবে এইভাবে জল্পনা উস্কে দিয়ে তিনি আসলে সুকান্ত মজুমদারদের বার্তা দিতে চাইছেন। কেউ কেউ মনে করছেন রূপা গঙ্গোপাধ্যায় আসলে আবার সংসদে ফিরতে চান।
এরাজ্য থেকে রাজ্যসভায় বিজেপির ভাগে যে একটি আসন আসার সম্ভাবনা আছে সেখানে প্রার্থী হতে চান তিনি। নিতান্তই সেটা না হলে ২৪ এর লোকসভা নির্বাচনে একটি নিরাপদ আসনে অন্তত দাঁড়াতে চান রূপা। যদিও এই নিয়ে রূপা গঙ্গোপাধ্যায় নিজে বা বিজেপির পক্ষ থেকে কেউ কোনও মন্তব্য করেননি।