অসমের রাজনীতিতে বদলের সম্ভাবনা, বিধায়ক পদে ইস্তফা রূপজ্যোতি কুড়মির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজনৈতিক পালাবদলের আভাস এবার অসমেও। শুক্রবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন অসমের কংগ্রেস বিধায়ক রূপজ্যোতি কুড়মি। শোনা যাচ্ছে, এদিনেই বিজেপিতে যোগ দিতে পারেন তিনি।

মারিয়ানির বিধায়ক রূপজ্যোতি দক্ষ সংগঠক হিসাবেই পরিচিত। চা বাগানে কংগ্রেসের সংগঠন মজবুত হয়েছিল তাঁর হাত ধরেই। এখন এই জনপ্রিয় নেতার দলবদলে উঠে আসছে আরও কয়েকজন বিধায়কের নাম। এই তালিকায় রয়েছেন মনোজ ধানওয়ার এবং সুশান্ত বোরঘোয়াইনরা।

দলত্যাগের কারণ হিসাবে রূপজ্যোতি জানিয়েছেন, এআইইউডিএফের সঙ্গে জোটের বিরোধিতা করেছিলেন তিনি। সেই ভুলের মাশুল দিতে গিয়ে নির্বাচনে হার হয়েছে দলের৷নির্বাচনের আগেও রূপজ্যোতির বিজেপিতে যোগাদান নিয়ে আলোচনা হয়। তবে সেবার বিশেষ আমল দিতে রাজি হননি তিনি।

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করুন, স্পিকারকে চিঠি দিলেন শুভেন্দু

শুক্রবার স্পিকার বিশ্বজিৎ দাইমারির কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি। একইসঙ্গে তাঁর দলীয় পদত্যাগের পত্র সর্বভারতীয় কার্যকরী সভাপতি সোনিয়া গান্ধীর কাছে পাঠাবেন বলে জানিয়েছেন রূপজ্যোতি।

এরই মধ্যে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে চার বারের বিধায়ক রূপজ্যোতিকে বহিষ্কার করেছে অসমের প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা জানিয়েছেন, রূপজ্যোতিকে বহিষ্কারের সিদ্ধান্ত এআইসিসির তরফে নেওয়া হয়েছে।

সদ্য অসমের বিধানসভা নির্বাচনে ২৯ টি আসন পেয়েছে কংগ্রেস৷ একমাত্র চা বাগানের নেতা কুড়মির দলবদলে ভোট ব্যাঙ্ক নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এর ফলে বিজেপির লাভ হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট