ঠান্ডা যুদ্ধের স্মৃতি ফিরিয়ে মার্কিন ব্লকের বিরোধিতায় RIC গড়তে চায় রাশিয়া, ভারত কোথায় থাকবে?

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের (Second World War) পর সারা বিশ্ব আমেরিকা (USA) ও সোভিয়েত ইউনিয়ন এই দুই মহাশক্তিধর রাষ্ট্রকে কেন্দ্র করে আড়াআড়ি বিভাজিত হয়ে গিয়েছিল। শুরু হয়েছিল ঠান্ডা যুদ্ধের যুগ (Cold War Era)। পরস্পরের বিরুদ্ধে পারমাণবিক হামলার জন্য প্রস্তুতিও ছিল। যদিও শেষ পর্যন্ত তা আর ঘটেনি।

কিন্তু সেই সময় বিভিন্ন দেশের একে অপরের বিরুদ্ধে সন্দেহ ভয়াবহ জায়গায় পৌঁছে যায়। এবার মহাশক্তিধর আমেরিকার মোকাবিলায় আর‌আইসি (RIC) বা রিক গঠনের প্রস্তাব দিয়ে আরেক শক্তিধর রাষ্ট্র রাশিয়া (Russia) সেই ঠান্ডা যুদ্ধের স্মৃতি ফিরিয়ে আনল।

সোভিয়েত ইউনিয়ন ১৯৯১ সালে ভেঙে গেলেও তার উত্তরাধিকার বহন করছে রাশিয়া। সম্প্রতি ইউক্রেন আক্রমন করে তারা সারা বিশ্বে একঘরে হয়ে পড়েছে। যদিও বন্ধুরাষ্ট্র রাশিয়ার পাশে দাঁড়িয়েছে ভারত। মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক নিষেধাজ্ঞার টালমাটাল পুতিনের দেশের অর্থনীতি। এই পরিস্থিতিতে সস্তায় রাশিয়া থেকে তেল কিনছে ভারত। যা দু’দেশের‌ই অর্থনীতিকেই সাহায্য করছে।

Pakistan army chief Gen Bajwa : ভারতকে শান্তির বার্তা, আলোচনার প্রস্তাব পাক সেনাপ্রধানের

এই পরিস্থিতিতে বন্ধুরাষ্ট্র ভারত সফরে এসে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের এক প্রস্তাব ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে। তিনি রাশিয়া, চিন ও ভারতকে নিয়ে নতুন রাষ্ট্র জোট আর‌আইসি গঠনের প্রস্তাব দিয়েছেন। রাশিয়ার প্রস্তাব অনুযায়ী এই তিন রাষ্ট্রের জোট একে অপরকে সামরিকভাবে সহায়তা করবে। বলা যেতে পারে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর বিকল্প হিসেবে ভারত ও চিনের সঙ্গে জোট বাঁধতে চাইছে রাশিয়া।

রাশিয়া, চিন এবং ভারত তিনটিই পরমাণু শক্তিধর রাষ্ট্র। ঘটনাচক্রে এদের সামরিক ক্ষমতাও বেশি। ন্যাটো জোটের মধ্যে আমেরিকা, ব্রিটেন, ইজরায়েল ও ফ্রান্সকে বাদ দিলে বাকি দেশগুলিরর সামরিক সক্ষমতা নিয়ে সন্দেহ আছে। সেখানে রুশ প্রস্তাবিত এই সামরিক জোট বাস্তবায়িত হলে ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি ফিরে আসার সম্ভাবনা প্রবল। যদিও শত্রুরাষ্ট্র চিনের সঙ্গে জোট বাঁধতে ভারত আদৌ রাজি হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।

সম্পর্কিত পোস্ট