কবিগুরুর ‘উপেন’ হতে রাজি নন পুতিন!

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমিতে একটি বিখ্যাত লাইন আছে-‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।’

জমিদার মশাই ছলে-বলে-কৌশলে উপেন নামে এক প্রজার সমস্ত জায়গা জমি কেড়ে নেন। বিবাগী হয়ে যায় উপেন।

পরে সেই উপেন ফিরে এসে তার হারানো জমির গাছ থেকে পড়া দুটি আম কুড়িয়ে নিলে তাকে চোর বলে আখ্যা দেন জমিদার। অসহায় উপেন মনের কষ্ট মনেই চেপে বলে উঠেছিল এই বিখ্যাত লাইনটি।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে আমেরিকার ভূমিকা পরতে পরতে প্রশ্নবিদ্ধ। আমেরিকা বারেবারে নিজের খুশিমতো বিভিন্ন দেশে সামরিক অভিযান চালায়, ছিবড়ে করে দেয় সংশ্লিষ্ট ভূখণ্ডকে। তখন কোনও দোষ হয় না।

অথচ রাশিয়া বেশকিছু সঙ্গত কারণ তুলে ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালালে তাদের উপর খড়্গহস্ত হয়ে ওঠে মার্কিন দুনিয়া। আমেরিকার দ্বিচারিতা দেখে রুশ জনতা বিশ্বকবির এই বিখ্যাত লাইনটি জো বাইডেনের দেশের উদ্দেশ্যে আউড়াতেই পারে।

কিন্তু এখনও পর্যন্ত যা ঘটনাক্রম দেখা যাচ্ছে তাতে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন মোটেও রবি ঠাকুরের কবিতার উপেনের মতো মনের দুঃখে সবকিছু ছেড়েছুড়ে দিয়ে চলে যেতে চান না।

  • বরং তিনি শেষ মুহূর্ত পর্যন্ত আমেরিকার চোখে চোখ রেখে উত্তর দেওয়ার সিদ্ধান্ত যে নিয়েছেন তা একরকম স্পষ্ট। তবে রাজায়-রাজায় যুদ্ধে ‘উলুখাগড়ার’ মতো সাধারন মানুষের প্রাণ যে সবচেয়ে বেশি বিপন্ন তা আর বলার অপেক্ষা রাখে না।

সম্পর্কিত পোস্ট