Russia-Ukraine crisis : শেষ পর্যন্ত হামলা করল রাশিয়া!

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তবে কি শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ? সোমবার বিকেলে রুশ সেনাবাহিনী বিবৃতি দিয়ে জানায় তারা গুলি করে পাঁচ ইউক্রেনীয়কে হত্যা করেছে ( Russia-Ukraine crisis )! এরপরই জল্পনা শুরু হয় অবশেষে সব হুঁশিয়ারি উপেক্ষা করে প্রতিবেশী ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া ( Russia-Ukraine crisis )।

যদিও তাদের পাঁচ নাগরিককে গুলি করে হত্যার রুশ দাবি অস্বীকার করেছে ইউক্রেন। তারা জানিয়েছে এমন কোনও ঘটনা ঘটেনি। এদিকে রাশিয়ার দাবি ইউক্রেনের পাঁচ নাগরিক হঠাৎই সীমান্ত টপকে রাশিয়ায় প্রবেশের চেষ্টা করে।

নারীদের মানবাধিকার নিশ্চিত করুক তালিবান, তবেই বাকিরা এগিয়ে আসবে: রাষ্ট্রসংঘ

Russia-Ukraine crisis

ওই ব্যক্তিরা রাশিয়ায় ( Russia-Ukraine crisis ) নাশকতার উদ্দেশ্যে প্রবেশ করতে চাইছিল বলে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়। তাদের দাবি অনুপ্রবেশের সময় রুশ সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় ওই পাঁচ ইউক্রেনীয়র।

উল্লেখ্য সোমবার সকালেই জানা গিয়েছিল রাশিয়ার ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে ইউক্রেন। যদিও এই ঘটনায় রাশিয়ার কোন‌ও ক্ষতি হয়নি। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ইউক্রেনের ছোঁড়া মিসাইলের লক্ষ্য রাশিয়া ছিল না। বরং ইউক্রেনের রুশ অধ্যুষিত ডনস্ক অঞ্চলে রুশপন্থী বিদ্রোহীদের দমন করতেই মিসাইল ছোঁড়ে ইউক্রেন সেনাবাহিনী। সেই মিসাইল‌ই লক্ষ্যভ্রষ্ট হয়ে রাশিয়ায় আছড়ে পড়ে।

বর্তমানে কোন‌ও পক্ষই সরাসরি যুদ্ধের কথা ঘোষণা না করলেও যা পরিস্থিতি তাতে যে কোনও মুহূর্তে লড়াই বেঁধে যেতে পারে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা।

সম্পর্কিত পোস্ট