Russia-Ukraine War : এরাজ্যের বাসিন্দাদের দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনতে তৎপর নবান্ন, খোলা হয়েছে কন্ট্রোল রুম

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ইউক্রেনে ( Russia-Ukraine War ) আটকে পড়া এরাজ্যের বাসিন্দাদের দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনতে তৎপর রাজ্য সরকার।খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম (Control Room ) । ঠিক কতজন সেখানে আটকে আছেন সে বিষয়ে জেলা স্তর থেকে দ্রুত তথ্য সংগ্রহ করা শুরু হয়েছে। নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বিদেশ মন্ত্রকের সঙ্গেও।

এপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রাজ্যের অন্তত ১২ জন পড়ুয়া সহ প্রায় ৩৫ জন ইউক্রেনে ( Russia-Ukraine War ) আটকে রয়েছেন। নবান্ন সূত্রে খবর, উদ্ভূত পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে তাদের পরিবার এবং কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আটকে থাকা মানুষদের পরিবারকে সব রকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

একতরফা পুরভোট ! নিজের বিপদ নিজেই ডেকে আনছে তৃণমূল

এইজন্যে একজন আইএএস আধিকারিকের নেতৃত্বে নবান্নে রাজ্য স্তরের একটি কন্ট্রোল রুম (Control Room ) চালু করা হয়েছে। যার ফোন নাম্বার ২২১৪ ৩৫২৬ এবং ১০৭০। সকাল ৯টা থেকে রাত নটা পর্যন্ত এই কন্ট্রোল রুম কাজ করবে বলে সরকারিভাবে জানানো হয়েছে।

Russia-Ukraine War – Control Room

শুক্রবার নবান্ন (Nabanna )-এর তরফে প্রত্যেক জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব সর্বশেষ তথ্য নবান্নে পাঠাতে হবে। সেইমতোই বিদেশমন্ত্রককে ডেটা পাঠিয়ে উদ্ধারকাজ করা হবে । নবান্নের তরফে প্রতিনিয়ত কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ইউক্রেনে থাকা পড়ুয়াদের তথ্য চেয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

মূলত চিন্তার বিষয়, রাশিয়ার আক্রমণের ভয়েই আকাশ পথ বন্ধ করেছেন ইউক্রেন জারি হয়েছে মার্শাল ল, জরুরি অবস্থা জারি রয়েছে। তাই ভারতীয়দের কীভাবে ফেরানো হবে, তা নিয়ে লাগাতার আলোচনা করছে বিদেশমন্ত্রক। এই নিয়ে রাশিয়ার সঙ্গেও যোগাযোগ রাখছে অসামরিক বিমান মন্ত্রক।

সম্পর্কিত পোস্ট