সোভিয়েত কৌশলে ফের জঙ্গি নিধন পর্ব? আফগান সীমান্তে রুশ ট্যাংক বাহিনি

রুশ সেনার গতিবিধিতে কাঁপছে তালিবান

দ্য কোয়ারি ডেস্ক: অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নের কৌশল নিয়ে ফের একবার আফগানিস্তানে ঢুকবে নাকি রুশ সেনা? এই প্রশ্ন উঠতে শুরু করল। আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে মহড়া নিচ্ছে রুশ সেনা। তাদের সঙ্গে রয়েছে তাজিক ও পলাতক আফগানি সেনা।

বিবিসি জানাচ্ছে, তাজিকিস্তানের সীমান্তে মোতায়েন  রুশ সেনা মঙ্গলবার সামরিক মহড়ায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।  রাশিয়া সরকার তাজিক-আফগান সীমান্ত সুরক্ষা রাখতে প্রস্তুতির কথা জানিয়েছে।

আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনা  প্রত্যাহার প্রায় সম্পূর্ণ হওয়ার দিকে।  এই সুযোগে তালিবানদের হামলায় একের পর এক প্রদেশ আফগান সরকারের হাতছাড়া। বিভিন্ন স্থানে তালিবান হামলার মুখে পালাচ্ছে আফগান সেনা।সহস্রাধিক আফগান সেনা তাজিকিস্তানে পালিয়েছে।

তাজিক প্রেসিডেন্ট এমোমালি রাখমন আফগান সীমান্তে ২০ হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন।  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কথা বলেছেন রাখমনের সঙ্গে। তিনি বলেছেন, মস্কো প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করবে।

বিদেশে রাশিয়ার বৃহত্তম সামরিক ঘাঁটিগুলোর একটির অবস্থান তাজিকিস্তানে। এখানে ট্যাংক, হেলিকপ্টার, ড্রোন ও অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে। ক্রেমলিন জানিয়েছে, আফগানিস্তানের সঙ্গে তাজিকিস্তানের সীমান্তে নিরাপদ পরিস্থিতি তৈরি করবে রাশিয়া।

সম্পর্কিত পোস্ট