Russia-Ukraine war:ইউক্রেন ভাগের আশঙ্কার মধ্যেই রুশ বিদেশমন্ত্রীর মন্তব্যে আশার বাণী

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: দেশকে দু’টুকরো করে দিতে পারে রাশিয়া, ইউক্রেনের গোয়েন্দাদের এই আশঙ্কার মাঝেই আশ্বাসবাণী মিলল রাশিয়ার দিক থেকে। ইস্তানবুলে ইউক্রেন ও রাশিয়ার কূটনীতিকদের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর আগেই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ(Sergei Viktorovich Lavrov)।

 

Bagtui Massacre: CBI তদন্তে রাজ্য পুলিশের উদ্দেশ্য নিয়ে উঠছে প্রশ্ন

তিনি বলেন, যুদ্ধ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে হলে আমাদের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সরাসরি আলোচনা হওয়া প্রয়োজন। আন্তর্জাতিক মহলের মতে রাশিয়ার বিদেশমন্ত্রীর এই মন্তব্যের পর পুতিন এবার সরাসরি আলোচনায় অংশ নিতে পারেন।

তুরস্কের রাজধানী ইস্তানবুলে মঙ্গলবার রাশিয়া ও ইউক্রেনের উচ্চপদস্থ কূটনীতিকরা আলোচনায় বসবেন। সেখানে যুদ্ধ নিয়ে দু’পক্ষের মধ্যে আলাপ আলোচনা হবে। যদিও রবিবার রাতের দিকে ইউক্রেনের উচ্চপদস্থ গোয়েন্দা আধিকারিকরা সরকারিভাবে জানান রাশিয়ার সেনা ইউক্রেনকে উত্তর ও দক্ষিণ, দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করছে। এক্ষেত্রে তারা উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিভাজনের উদাহরণ টেনে আনেন।

উল্লেখ্য, ইউক্রেনের রাজধানী কিয়েভের গা ঘেঁষে বয়ে চলেছে সে দেশের প্রধান নদী কিভ। ইউক্রেনের (Ukraine) গোয়েন্দাদের আশঙ্কা দেশের মধ্যস্থলে অবস্থিত কিয়েভের ওই নদী বরাবর দেশকে দুই ভাগে বিভাজনের চেষ্টা করছেন পুতিন। সেক্ষেত্রে দক্ষিণ অংশের নিয়ন্ত্রণ রাশিয়ার (Russia) হাতে থাকবে। আর অনেকটা দুর্বল হয়ে আগের মতো স্বাধীন থাকবে ইউক্রেনের উত্তরাংশ।

যদিও রাশিয়ার একাধিক উচ্চপদস্থ কর্তা গত দু’দিনে জানিয়েছেন, তাঁদের লক্ষ্য ইউক্রেনের রুশ অধ্যুষিত ডনবাস (Donbas) অঞ্চলকে স্বাধীন করা। না হলে তাদের উপর জেলেনস্কির ‘ফ্যাসিস্ট’ সরকারের আক্রমণ ভয়াবহ আকার ধারণ করবে।

যদিও ইউক্রেন অখণ্ড থাকবে না বিভাজিত হবে এটা পরের বিষয়। কিন্তু রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের এদিনের মন্তব্য রীতিমতো অর্থবহ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। তাদের মতে রুশ বিদেশমন্ত্রীর এই মন্তব্যের পর ভ্লাদিমির পুতিনের সরাসরি শান্তি আলোচনায় অংশগ্রহণের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হল। এমনিতেও পুতিন নিজে সরাসরি মত না দিলে ইউক্রেন আক্রমণ যে থামবে না তা একরকম নিশ্চিত।

সম্পর্কিত পোস্ট