নদীয়ায় সবুজসাথীর সাইকেল চুরি করে বিক্রির অভিযোগ, TMC-BJP সংঘর্ষে চলল গুলি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবার সবুজ সাথী সাইকেল চুরি করে বিক্রির অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। শনিবার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল নদিয়ার হাঁসখালির কৈখালী।
তৃণমূলের অভিযোগ নদীয়ার বেনালী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজেপি নেতা বিমল বিশ্বাসের ভাই তপন বিশ্বাস সবুজ সাথীর সাইকেল চুরি করে বিক্রি করছিলেন। বিষয়টি নজরে আসতে বাধা দেওয়া হয় শাসক শিবিরের তরফে।
তখনই রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকরা। চলে গুলি। এই ঘটনায় কমপক্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিতে আহত হয়েছে তৃণমূলের বুথ সভানেত্রী শীলা বিশ্বাস ও তার ছেলে শুভম বিশ্বাস। জানা গেছে বর্তমানে তারা শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
পাল্টা বিজেপির অভিযোগ তৃণমূলের চালানো গুলিতে আহত হয়েছেন বিমল বিশ্বাসের ভাই এবং ভাইপো। আশঙ্কাজনক অবস্থায় তাদের কলকাতায় স্থানান্তর করা হয়েছে। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক, অন্য আরেকজন এনআরএসে।
পাঞ্জাব কংগ্রেসে নতুন মন্ত্রীসভায় সাতটি নতুন মুখ
গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। অভিযোগ, এই ঘটনা চলাকালীন পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল। মিথ্যে অপবাদ দিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে।
যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে সরকারি সাইকেল এভাবে বিক্রি করা যায় না। তা প্রতিবাদ করায় হামলা চালায় গেরুয়া বাহিনী।
নদীয়া জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে যুযুধান দুই রাজনৈতিক দলের সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।