সপুত্র মুকুলের সঙ্গে আজই তৃণমূলের পথে সব্যসাচী দত্ত !
দ্যা কোয়ারি ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় রাজীব বন্দ্যোপাধ্যায় সরব হওয়ার পর সেই সুরে সুর মিলিয়ে মুখ খুলেছিলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। লোকসভা নির্বাচনের আগে মুকুল রায়ের হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন সব্যসাচী। বিধানসভা নির্বাচনে বিধাননগরের টিকিট পেয়েছিলেন সব্যসাচী দত্ত তবে সুজিত বোসের জনপ্রিয়তার কাছে হার মেনেছেন তিনি।
সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিজেপির কোর কমিটির বৈঠকের বিভিন্ন তথ্য তুলে ধরার অভিযোগ তোলা হয়েছে সব্যসাচীর বিরুদ্ধে। সম্প্রতি বিজেপির কোর কমিটির বৈঠকে শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয়। সেই কমিটির রোষানলে পড়েছেন সব্যসাচী। কেন সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদমাধ্যমে দল বিরোধী মন্তব্য করেছেন? সে বিষয়ে জবাব চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, একদিকে যখন শুভেন্দু অধিকারী দিল্লীতে বসে বৈঠক করছেন অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় বিজেপির উগ্র হিন্দুত্ববাদ এবং কথায় কথায় দিল্লি ছুটে গিয়ে রাষ্ট্রপতি শাসন জারির ভয় দেখানোর তীব্র বিরোধিতা করেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
বরাবরই স্পষ্টবক্তা রাজীব জানিয়ে দেন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসা সরকারের সমালোচনা না করে আত্মসমালোচনা করা উচিত ভারতীয় জনতা পার্টির। বিজেপি সূত্রে জানা গিয়েছে, শৃঙ্খলা রক্ষা কমিটির নজরে রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ও।
উল্লেখ্য দীর্ঘদিন বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছিল মুকুল রায়ের। আজই তৃণমূলে যোগ দিতে চলেছেন সপুত্র মুকুল রায়। সবকিছু ঠিক থাকলে মুকুল রায়ের সঙ্গে আজ দেখা যেতে পারে সব্যসাচী দত্তকেও। ফের বড় ভাঙ্গনের মুখে ভারতীয় জনতা পার্টি তা নিঃসন্দেহে স্পষ্ট।