মুকুলের পথ ধরে তৃণমূলে ফিরলেন সব্যসাচী দত্ত

দ্য কোয়ারি ডেস্ক: আজই তৃণমূলে ফিরলেন সব্যসাচী দত্ত। সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে বিধানসভায় ছিলেন তিনি। দিন কয়েক ধরেই তার দলবদলে জল্পনা নিয়ে চলছিল গুঞ্জন।

অবশেষে আজও সেই গুঞ্জনকে সত্যি করে তৃণমূলে ফিরলেন রাজারহাট নিউটাউন এর দাপুটে নেতা সব্যসাচী দত্ত। জানা গেছে পার্থ চট্টোপাধ্যায় এর হাত থেকে দলীয় পতাকা তুলে নেবেন তিনি।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে হঠাৎই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত।

২০১৯ সালে পুজোর আগে অকস্মাত্ তৎকালীন বিজেপি নেতা মুকুল রায় তার বাড়িতে হাজির হয়েছিলেন লুচি আলুরদম খেতে। তখন থেকেই শুরু হয়েছিল জল্পনা যদিও সেবারও দলবদলের কথা উড়িয়ে দিয়েছিলেন সব্যসাচী।

সম্প্রতি মুকুল রায় তৃণমূল ফিরে আসার পর থেকেই, তার হাত ধরে যারা বিজেপিতে ছিলেন ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলেন। একটি সূত্র মারফত জানা গিয়েছে মুকুল ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছিল বিজেপির।  বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই সেভাবে মুকুল ঘনিষ্ঠ আর কোনো নেতাকে দেখা যায়নি  বিজেপির কোনো কর্মসূচিতে।

যেদিন মুকুল রায় তৃণমূলের ফেরত এসেছিলেন শুভ্রাংশু রায়কে সঙ্গে নিয়ে, জল্পনা সেদিনই শুরু হয়েছিল। হয়তো একইসঙ্গে ফিরতে পারেন সব্যসাচীও।

প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছিলেন দলে তাদেরকেই নেওয়া হবে যারা বিরোধীতা প্রবলভাবে করেনি। মুকুল রায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিবাদ থাকলেও দলনেত্রী সম্পর্কে প্রকাশ্যে আক্রমণ করেননি। দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক একই কথা বলা হয়েছে সব্যসাচীর ক্ষেত্রেও।

যদিও বিজেপি সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত নেতারা তৃণমূল থেকে একসময় বিজেপিতে যোগ দিয়েছিলেন তারা পুরনো দলে ফিরে যেতে একটুও চিন্তিত নয় গেরুয়া শিবির। কারণ তারা মনে করছেন তৃণমূলের সেই সমস্ত নেতারাই ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির অন্যতম কারণ।

সব্যসাচী দলে ফেরা নিয়ে ইতিমধ্যেই দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে দল। বিধাননগর এবং রাজারহাট- নিউটাউন এলাকাজুড়ে তৃণমূলের নেতৃত্বরা অসন্তোষ প্রকাশ করেছেন। তৃণমূল নেতা ওরফে মন্ত্রী সুজিত বসুর সঙ্গে সব্যসাচী দত্তের বিবাদ সর্বজনবিদিত। তাই নতুন করে সব্যসাচীর দলে ফিরে আসাতে খুশি নয় সুজিত অনুগামীরা

উল্লেখ্য ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে রাজনীতিতে নয়া মাত্রা পেয়েছিল লুচি আলুরদমের সৌজন্যতা। সকলকে চমকে দিয়ে আবারো সব্যসাচী দত্ত ঘরে ফিরে আসাতে সেই লুচি আলুর দম নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা।

যদিও সব্যসাচী জানিয়েছেন বিজেপিতে থেকে কাজ করা সম্ভব হচ্ছিল না তাই তৃণমূলের ফিরে এসেছেন তিনি বুঝতে পেরেছেন নিজের ভুল।

সব মিলিয়ে ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর থেকে ক্রমশ লাট্টুর মতো পাক খাচ্ছে এ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। পরবর্তী দলবদলের তালিকা আর কে কে রয়েছেন এখন মাথা ঘামাতে ব্যস্ত যুযুধান রাজনৈতিক শিবির।

সম্পর্কিত পোস্ট