দল পরিবর্তনের নামে ৩৫ কোটি টাকার অফার ! শচীনের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেস বিধায়কের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ যত বালি সরছে ততই নতুন করে কাহিনীর উন্মোচন হচ্ছে মরুপ্রদেশের রাজনীতিতে। এবার উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের ওপর অভিযোগ আনলেন কংগ্রেস বিধায়ক গিরিরাজ সিংহ মালিঙ্গা।
অভিযোগ ‘অন ক্যামেরা’ বিজেপিতে যোগ দেওয়ার জন্য শচীন পাইলট তাঁকে ৩৫ কোট টাকার অফার দেন। সোমবার সাংবাদিকদের সামনাসামনি হয়ে প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর তোপ দেগে গিরিরাজ সিং মালিঙ্গা বলেন, গত বছরের ডিসেম্বর মাস থেকে এই ঘটনার সুত্রপাত।
কিন্তু এবিষয়ে তিনি কখনওই রাজি হইনি৷ এমনকি দুই তিন বার এবিষয়ে আলোচনা হলেও তিনি রাজি হননি বলে সাফ জানিয়ে দেন। এমনকি এবিষয়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলোটকে এবিষয়ে তিনি জানিয়েছেন বলে দাবী করেন ওই কংগ্রেস বিধায়ক।
তিনি আরও বলেন, এই সমস্ত কারণের জন্যই আমি বিএসপি ছাড়তে বাধ্য হই। এখন যদি আমাকে কংগ্রেস ছাড়তে হয় তাহলে আমি জনগণের কাছে কি জবাব দেবো? আমি পার্টি ভাঙার ইঙ্গিত অনেক আগেই মুখ্যমন্ত্রী গেহলোটকে জানিয়েছিলাম।
পাল্টা শচীন পাইলট বলেন,আমার ওপর যে এরকম ভিত্তিহীন অভিযোগ আনা হবে তা আমি জানতাম। তবে এবিষয়ে আমি আশ্চর্য নই বরং দুঃখিত হলাম। দলের নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলাম তা চাপা দেওয়ার জন্য এবং তাঁর ইমেজকে কলুষিত করার জন্য এই অভিযোগ আনা হচ্ছে।
তিনি বলেন, আমি নিশ্চিত এরকম আরও অভিযোগ আমার বিরুদ্ধে আনা হবে। কিন্তু আমি আমার বিশ্বাসের সঙ্গে শেষ অবধি লড়াই চালিয়ে যাবো।
অমর ২১ জুলাইঃ শহিদ স্মরণে গান লিখলেন মমতা
ঘটনাটি সামনে আসতে ফের পাইলটের ওপর তোপ দেগেছেন গেহলোট। এবার তিনি বলেন, কারোর পক্ষে বিশ্বাস করা সম্ভব নয় এরকম একটি নিষ্পাপ মুখ তার নিজের দল ভাঙার চেষ্টা করবে। গত ছয় মাস ধরে রাজস্থানের সরকার ভাঙার চেষ্টা চলছিল। কেউ মনে করেনি এরকম একটা নিষ্পাপ মুখ বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে সরকার ভাঙার চেষ্টা করবে। আমি সবজি বিক্রি করতে আসিনি। আমি মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে যে ছয় বিধায়ক বিএসপি ছেড়ে রাজস্থান কংগ্রেসে যোগদান করেন তাঁদের মধ্যে গিরিরাজ সিং মালিঙ্গাও ছিলেন।
যার ফলে বিধানসভায় সরকার গঠনের জন্য কংগ্রেসের প্রয়োজনীয় ১০৭ জনের বিধায়ক পদ পূর্ণ হয়। সেনার বিধায়ক কেনাবেচার অভিযোগ তুলে একাধিক টুইট করেন বিএসপি প্রধান মায়াবতী। সব মিলিয়ে মরুপ্রদেশে যে ঝড় উঠেছে তা কবে শান্ত হয় এখন দেখার।