সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন সাধন পান্ডে, সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর খবরে বিপর্যস্ত পরিবার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফুসফুসে সংক্রমণ নিয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের তৃণমূল বিধায়ক ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে।
শনিবারের পর রবিবারও তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক। জানিয়েছেন চিকিৎসকরা। এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। যা সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে।
হাসপাতাল সূত্রের খবর, হৃদস্পন্দন অনিয়মিত রয়েছে। শ্বাসকষ্ট থাকায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য সোমবার তাঁর এমআরআই করার সিন্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।
শুক্রবার সন্ধে থেকেই অসুস্থ বোধ করেন তিনি। রাতে শ্বাসকষ্ট বাড়ায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ভর্তির পর কোভিড পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ বলে জানান চিকিৎসকরা।
ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘বাংলাদেশি নাগরিকত্ব’ তথ্য যাচাই করছে ঢাকা
শুক্রবার রাতেই এক্স রে, স্ক্যান এবং রক্ত পরীক্ষা করা হয়েছে। গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। শনিবার তাঁর স্বাস্থ্যের অবস্থার অবনতি হয়। এদিনই পরিবার সূত্রে জানা যায় আগের থেকে সামান্য হলেও ভালো আছেন।
চিকিৎসকরা জানান, দু’টি নিমোনিয়ার প্যাচ পাওয়া গিয়েছে। সে কারণেই শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে হাসপাতালের তরফ থেকে কাউকে ভিড় করতে নিষেধ করা হয়েছে।
শ্রেয়া পাণ্ডে জানিয়েছেন, রাত আটটার পর সাধন পাণ্ডের সঙ্গে দেখা করতে দেওয়া হবে পরিবারকে। রবিবারেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি তার। আরও ৭২ ঘন্টা তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন বলে পরিবার সূত্রের খবর।