বারাসাত পৌরসভার উদ্যোগে চালু হচ্ছে সেফহোম, বিনামূল্যে পরিষেবা পাবেন COVID আক্রান্তরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোভিড সংক্রমণের মাত্রা উর্দ্ধমুখী। দেশে প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন সাড়ে তিন লক্ষের কাছাকাছি মানুষ।
এরাজ্যে করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। একদিনে আক্রান্ত হয়েছেন ২,৯৭০ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত হয়েছেন ২,৮২১ জন। মৃত্যু হয়েছে ১২ জনের।
এই পরিস্থিতিতে বারাসাত পৌরসভা নতুন করে “সেফ হোম “চালু করছে পৌরসভা লাগোয়া এলাকায়। একশো শয্যা বিশিষ্ট বারাসাত সেফ হোম প্রাথমিক ভাবে অন্তত পঞ্চাশটি শয্যা দিয়ে উদ্বোধন হতে চলেছে মঙ্গলবার।
রবিবার সকালে বারাসাত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায় ও প্রশাসক মন্ডলীর সদস্য অশনি মুখোপাধ্যায় খতিয়ে দেখলেন সেফহোমের সার্বিক অবস্থা। জেলা পরিষদের আধিকারিক এবং বারাসাত হাসপাতালের সুপার সহ উচ্চপর্যায়ের আধিকারিকদের সেফ পরিদর্শন করার কথাও রয়েছে দুদিনের মধ্যেই।
রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৪ হাজার পার
বারাসাত পৌরসভার তরফে অশনি মুখোপাধ্যায় জানিয়েছেন ১০০ টি শয্যার মধ্যে মহিলাদের জন্য আলাদা ভাবে শয্যা সুনির্দিষ্ট থাকছে। চালু থাকছে হেল্প লাইন নাম্বার। কম সংক্রমণ যুক্ত বা অ্যাসিমটমেটিক কোভিড রোগীদের জন্যই চালু করা হচ্ছে বারাসাতের সেফ হোম।
বারাসাত স্টেডিয়ামের পেছনে সুসজ্জিত হটিকালচার হাউস টিকে ব্যবহার করা হচ্ছে সেফ হোম হিসেবে। চব্বিশ ঘন্টা হেল্পলাইনের পাশাপাশি সেখানে থাকবেন অভিজ্ঞ চিকিৎসক। থাকছে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা।
উল্লেখ্য, বিনামূল্যে এই সেফ হোম পুরসভার উদ্যোগে কম সংক্রমণ যুক্ত রোগীদের পরিষেবা দেবে বলে জানানো হয়েছে বারাসাত পুরসভার তরফে। বুধবার থেকেই পুরোমাত্রায় চালু করা হবে বারাসাত সেফ হোম।