COVID মোকাবিলায় কিশোরভারতীর পর সল্টলেক স্টেডিয়ামে তৈরি অস্থায়ী হাসপাতাল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গোটা দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা কার্যত নাজেহাল। অক্সিজেনের হাহাকার। নেই বেড। গত 24 ঘণ্টায় 107 জনের মৃত্যু হয়েছে গোটা রাজ্যে।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিশোর ভারতীর পর এবার সল্টলেক আমরি হাসপাতালের সহায়তায় সল্টলেক স্টেডিয়ামে তৈরি করা হলো 223 বেডের অস্থায়ী হাসপাতাল। এর মধ্যে 210 টি জেনারেল বেড।

রয়েছে 14টি ডরমেটরি। প্রতিটিতে 15 করে বেড।পাইপ লাইনের মাধ্যমে বেড গুলিতে অক্সিজেন সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে। রয়েছে এইচডিইউ,সিঙ্গেল এবং ডবল কেবিন।

চিকিৎসার সমস্ত খরচ ধরে জানানো হয়েছে ডরমেটরির ভাড়া 3000 টাকা। ডবল কেবিনের ভাড়া 5 হাজার টাকা। সিঙ্গেল কেবিনের ভাড়া 8000 টাকা।

অন্যদিকে উত্তর কলকাতায় সেফহোম তৈরীর প্রস্তুতি নিচ্ছে কলকাতা পৌরসভা। পাইকপাড়ার হরেকৃষ্ণ সেলেনে মহিলাদের হরতালে 75 বেডের সেফহোম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

কোভিড মোকাবিলায় বন্ধ লোকাল ট্রেন, জারি একগুচ্ছ নির্দেশিকা

প্রথমে 40 টি বেডের ব্যবস্থা করা হবে রাখা হবে অক্সিজেন পার্লার। ধীরে ধীরে বাড়ানো হবে বেড।আজ পরিদর্শনের পর এ কথা জানিয়েছেন পুরসভা প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য অতীন ঘোষ।

প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা। হাসপাতালে বেড না থাকায় ফিরে যেতে হচ্ছে রোগীদের। মানুষের এই সমস্যার কথা মাথায় রেখে চার্নক হাসপাতালের তরফে নতুন উদ্যোগ নেওয়া হয় কয়েকদিন আগেই।

রাজ্য সরকারের সহায়তায় ও চার্নক হাসাপাতালের উদ্যোগে হজ টাওয়ারকে অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরি করা হলো। সোমবার এই হাসপাতালে আইসিইউ সহ প্রায় 90 টি সজ্জার কোভিড বেডের সূচনা করা হয়। হাসপাতালের সব রোগীদের পরিষেবার দায়িত্বে থাকবে চার্নক হসপিটাল।

এছাড়াও হসপিটালের কর্ণধার প্রশান্ত শর্মা জানান, আগামী দিনে অক্সিজেনের ব্যবস্থা করে 300 বেডের পরিষেবা দেবেন তারা।

সম্পর্কিত পোস্ট