Saokat Molla : কয়লা পাচার কান্ডে শওকত মোল্লাকে সিবিআই তলব, আর্থিক লেনদেনে নজর গোয়েন্দাদের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সিবিআইয়ের খাঁড়ার ঘা ইতিমধ্যেই ঝুলছে রাজ্যের শাসকদলের দুই মন্ত্রীর ওপর। একজন হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অন্যজন বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এই তালিকায় রয়েছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও। এবার সেই তালিকায় নতুন করে নাম লেখালেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ( Saokat Molla )।
জানা গিয়েছে শওকত মোল্লাকে ( Saokat Molla ) নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। শুক্রবার সকালে ১১ টার মধ্যে কলকাতার সিবিআই দপ্তর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত কয়লা পাচারকারী তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। শুক্রবার সিবিআই দপ্তরে আসার সময় তার সঙ্গে রাখতে হবে পাসপোর্ট আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ড।
তোমার ঘুঁটি দিয়েই তোমায় করব মাত, অভিষেকের চালে বেহাল দশা বঙ্গ বিজেপির
Saokat Molla : কয়লা পাচার কান্ডে শওকত মোল্লাকে সিবিআই তলব
সিবিআই সূত্র মারফত জানা গিয়েছে তৃণমূল বিধায়কের ব্যাংক স্টেটমেন্ট খতিয়ে দেখা হবে। যদি বিধায়কের নামে কোন কোম্পানি থেকে থাকে তাহলে সেই সংক্রান্ত সমস্ত নথি অধিদপ্তরে আনতে বলা হয়েছে। প্রসঙ্গত কয়লা পাচার কান্ডের তদন্তে নেমে বিভিন্ন সাক্ষীদের বয়ান রেকর্ড করে সেখান থেকেই শওকত মোল্লার নাম পেয়েছেন কেন্দ্রীয় তদন্ত করে গোয়েন্দা সংস্থার অধিকারিরকরা। দেরি না করে এবার শওকত মোল্লাকে তলব করল সিবিআই।
উল্লেখ্য, রাজ্যে ঘটে চলা একের পর এক দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই। আগেই গরু পাচার মামলায় বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও তলব করেছিল সিবিআই। বহু হাজিরা এড়ানোর পর সম্প্রতি তিনি স্বেচ্ছায় সিবিআই দফতরে যান। জিজ্ঞাসাবাদের পর তিনি বীরভূমে ফিরলে তাঁকে আবার তলব করা হয় ভোট পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য।