কোন অঙ্কে সেলিম সিপিএমের মাথায়?
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোন অঙ্কে সিপিএমের রাজ্য সম্পাদক হলেন মহম্মদ সেলিম? বাকি সংবাদমাধ্যমের মতো আমরাও জানিয়েছিলাম রাজ্য সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন শ্রীদীপ ভট্টাচার্য। তারপরেও মহম্মদ সেলিম রাজ্য সম্পাদক হওয়ায় অনেকেই অবাক হয়েছেন।
সূর্যকান্ত মিশ্র রাজ্য সম্পাদকের দায়িত্ব ছাড়বেন এটা আগে থেকেই নিশ্চিত ছিল। সিপিএমের বিদায়ী রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে যারা এবারেও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হলেন শ্রীদীপ ভট্টাচার্য। সেই কারণেই সম্ভবত দলের একাংশ ভেবেছিল আলিমুদ্দিনের মাথায় বসবেন তিনি।
কিন্তু ‘তাত্ত্বিক’ নেতা শ্রীদীপকে নিয়ে কারোর কোনও সমস্যা না থাকলেও তাঁকে এই কঠিন সময়ে রাজ্য সম্পাদক পদে মেনে নিতে চাননি অনেকে। এদিকে আইএসএফের হাত ধরা ইস্যুকে কেন্দ্র করে মহম্মদ সেলিমের সম্ভাবনাকেও খারিজ করতে উঠেপড়ে লেগেছিল অনেকে।
রাজ্য ভাগের পক্ষে সওয়াল করেছিলেন বিজেপি বিধায়ক, পাল্টা জবাব শাসকদলের
যদিও সিপিএমের তিনদিনব্যাপী রাজ্য সম্মেলনে আইএসএফ ইস্যুতে প্রতিনিধিরা সমালোচনায় সোচ্চার হলেও ব্যক্তিগতভাবে কেউ সেলিমকে দায়ী করেননি। পরে দলের পক্ষ থেকেও বলা হয় এটি পার্টিগত সিদ্ধান্ত, এর পিছনে একা সেলিমের কোনও ভূমিকা নেই।
এরপরই নতুন রাজ্য সম্পাদক হওয়ার পথে সেলিমের সামনে আর কোনও বাধা থাকেনি। এমনিতেই তিনি পলিটব্যুরোর সদস্য। পাশাপাশি দলের প্রবীণ নেতাদের মধ্যেও তাঁকে ফেলা চলে না। সব মিলিয়ে খুব সহজ সমীকরণেই আলিমুদ্দিন বেছে নেয় সেলিমকে।
অনেকেই এ ক্ষেত্রে সংখ্যালঘুদের সমর্থন ফিরে পাওয়ার বিষয়টিকে হাতিয়ার করছেন। যদিও সিপিএমের রাজ্য সম্মেলনে উপস্থিত থাকা বেশ কয়েকজন প্রতিনিধি জানিয়েছেন, সিপিএম ভোটব্যাঙ্কের রাজনীতি করে না, তাই সেলিমের ক্ষেত্রে সংখ্যালঘু তকমা নয়, তাঁর যোগ্যতাই প্রধান বিষয় হিসেবে কাজ করেছে।