West Bengal Election: কাউন্টডাউন শেষ, রাত পোহালেই নির্বাচন ৩০টি আসনে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অপেক্ষার অবসান। রাত পোহালেই প্রথম দফার নির্বাচন। প্রচার পর্ব সারা হয়ে গিয়েছে ৪৮ ঘণ্টা আগেই। এখন শুধু পরীক্ষার দিনের অপেক্ষায় শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলই।
পুরুলিয়ার ৯ টি আসনে, বাঁকুড়ার ৪ টি আসনে, পূর্ব মেদিনীপুরের ৭ টি আসনে, ঝাড়গ্রাম এর ৪ টি আসনে, পশ্চিম মেদিনীপুরের ৬ টি আসনে নির্বাচন। ইতিমধ্যেই সেই এলাকাগুলিতে পৌঁছে গিয়েছে আধাসেনা। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও।
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে বারবার কমিশনের দ্বারস্থ হয়েছে রাজনৈতিক দলগুলি। দিকে দিকে চলছে নাকা চেকিং। আপাতত রাজনীতির অন্যতম এপিসেন্টার হয়ে উঠেছে মেদিনীপুর। একদিকে সবং-এ দিলীপ ঘোষের সভা, দাসপুরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ একলাফে বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা
অন্যদিকে নন্দীগ্রামে হাজির হয়েছেন মহাম্মদ সেলিম, আব্বাস সিদ্দিকি। আগামীকালের নির্বাচনের পরেই এপ্রিলের ১ তারিখ নির্বাচন রয়েছে নন্দীগ্রাম দাসপুর এবং সবং-এ।
উল্লেখ্য, করণা পরিস্থিতির কথা মাথায় রেখেই একগুচ্ছ বিধিনিষেধ মেনে এবারের নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বাড়ানো হয়েছে বুথের সংখ্যা। বেড়েছে ভোট গ্রহণের সময়। সামাজিক দূরত্ব, মাস্ক এবং স্যানিটাইজারের মাধ্যমে এবারের ভোট সম্পন্ন করা হবে।
যা কার্যত কমিশনের কাছে চ্যালেঞ্জের বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আগামীকাল নির্বাচনের পরেই স্পষ্ট হয়ে যাবে কোভিড বিধি মেনে নির্বাচন কমিশন ভোট করাতে কতটা সক্ষম হলেন।