Satyajit Ray Birthday : শতবর্ষ উপলক্ষে জাদুঘরে বিশেষ চলচ্চিত্র উৎসব

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সত্যজিৎ রায় ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউট আয়োজিত সত্যজিৎ রায়ের ( Satyajit Ray Birthday ) এক বছর ব্যাপী জন্ম শতবার্ষিকী উৎসবের আজ সমাপ্তি হবে। এই উপলক্ষে বিকেলে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র ইনস্টিটিউট চত্বরে সত্যজিৎ রায়ের ( Satyajit Ray Birthday ) নামাঙ্কিত একটি আর্ট গ্যালারির উদ্বোধন এবং তাঁর একটি পূর্নাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করবেন।

তথ্য ও সম্প্রচার সচিব এস আর এফ টি আই এর একাদশ সমাবর্তনে কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার এবং শংসাপত্রও তুলে দেবেন। সত্যজিৎ রায় জন্মশতবর্ষের সমাপ্তি উপলক্ষে প্রতিষ্ঠানের তরফে কলামন্দির প্রেক্ষাগৃহে সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

Naveen Patnaik : বিরোধীদের আশায় জল ঢেলে বিজেপিকে স্বস্তি দিলেন নবীনবাবু, সেই চেনা ছকের পুনরাবৃত্তি

Satyajit Ray Birthday

বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আদুর গোপালকৃষ্ণন ওই অনুষ্ঠানে চলচ্চিত্র জগতে সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে বক্তব্য রাখবেন। সত্যজিৎ রায়ের জীবন ও কাজ সম্পর্কে একাধিক বই এবং ছবির সংগ্রহ সেখানে আনুষ্ঠানিক প্রকাশ করা হবে।

অন্যদিকে সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে কলকাতার ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষ বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। আজ থেকে আগামী তিন দিন ওই চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায়ের বিভিন্ন কালজয়ী ছবিগুলি দেখানো হবে।

সম্পর্কিত পোস্ট