৩০ দিনের মাথায় স্থায়ী আমানতে সুদের হার কমাল এসবিআই
সুদের হার কমার রেশ ৩০ দিন যেতে না যেতেই ফের ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতে সুদ কমাল এস বি আই ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- একেতে বেহাল অর্থনীতি তার উপরে করোনার আক্রমণে জেরবার রাষ্ট্র ।
অন্যদিকে একের পর এক ব্যাঙ্ক কেলেঙ্কারি । এসবের মাঝেই দেশের অন্যতম আম আদমির ব্যাঙ্কের পদক্ষেপে জেরবার সাধারণ মানুষ ।
সুদের হার কমাল এসবিআই
সুদের হার কমার রেশ ৩০ দিন যেতে না যেতেই ফের ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতে সুদ কমাল এস বি আই ।
১০ মার্চ থেকে পরিবর্তিত সুদের হার কার্যকরী হবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।
উল্লেখ্য,গত ১০ ফেব্রুয়ারি স্বল্প ও দীর্ঘ মেয়াদের সব ধরনের স্থায়ী আমানতের স্কিমে সুদের হার কমিয়েছিল তারা ।
আরও পড়ুন : এক দশকে রেকর্ড পতন রিল এবং ওএনজিসি-র শেয়ারে
৭ থেকে ৪৫ দিন পর্যন্ত স্থায়ী আমানতে সুদের হার ছিল ৪.৫% । পরিবর্তিত সুদের হার অনুয়ায়ী তা কমিয়ে ৪% করা হয়েছে ।
একই ভাবে, ১ থেকে ৫ বছরের কমে স্থায়ী আমানতের যে সব স্কিম আছে তা ৬% থেকে কমিয়ে করা হয়েছে ৫.৯% ।
অন্য দিকে, ৫ থেকে ১০ বছর পর্যন্ত এফডি-তে এই হার কমিয়ে করা হয়েছে ৫.৯%। যা এত দিন ছিল ৬% ।
সুদের হার কমাল এসবিআই, প্রবীণদের ক্ষেত্রে নয়া নিয়ম
নতুন সুদের হার অনুযায়ী, প্রবীণদের ক্ষেত্রে ৭ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত স্থায়ী আমানতে সুদের হার ৪.৫ শতাংশ ।
৪৬ দিন থেকে ১৭৯ দিন পর্যন্ত এবং ৩ বছরের বেশি স্থায়ী আমানতেও সুদের হারে পরিবর্তন হয়েছে।
আরও পড়ুন : হুড়মুড়িয়ে পড়ল ইয়েস ব্যাঙ্কের শেয়ার
১ থেকে ২ বছরের কম পর্যন্ত স্থায়ী আমানতে সুদের হার ৬.৪ শতাংশ করা হয়েছে।
তহবিল সংগ্রহের খরচের ভিত্তিতে দেওয়া ঋণে সুদও (এমসিএলআর) ১৫ বেসিস পয়েন্ট কমিয়েছে এসবিআই ।
আগে যা ছিল ৭.৮৫%, পরিবর্তিত হারে তা দাঁড়িয়েছে ৭.৭৫%-এ।