ম্যাচ না জিতলেও খাতা খুলল এসসি ইস্টবেঙ্গল

দ্য কয়ারি ওয়েবডেস্কঃ টানা তনটি ম্যাচ খেলে একটি ম্যাচেও জয় হাশিল করতে পারেনি লাল হলুদ শিবির। তাই বৃহস্পতিবারের ম্যাচ তাঁদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দমভরা চ্যালেঞ্জ নিয়েই জামশেদপুরকে আটকে দিল লাল-হলুদের দশ তারকা। ম্যাচ ড্র করে খাতা খুলল রবি ফাউলারের দল।

এদিন ম্যাচের ২৫ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন ইউজেনসন লিংডো। গত ম্যাচে এটিকে মোহনবাগানকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর ছিল এসসি ইস্টবেঙ্গল। লিংডোর লাল কার্ডের পর মনে হয়েছিল ম্যাচ হাতের বাইরে হয়ে গিয়েছে। কিন্তু নিজেদেরকে সামলে নিয়েছিল রবি ফাউলারের ছেলেরা।

আরও পড়ুনঃ ঘুরে দাঁড়ানোই প্রধান লক্ষ্য ফাউলারের কাছে

কিন্তু ম্যাচে অনেকগুলো সুযোগ মিস করে জয় হাতছাড়া করতে হয়েছে তাঁদেরকে। নজরকাড়া পারফরম্যান্স ছিল পিলক্লিন্টন এবং মাঘোমার। অল্পের জন্য বল জালে জড়াতে ব্যর্থ হয়েছেন স্কট নেভিল।  পাল্টা জামশেদপুরের আক্রমণ একা হাতে সামলেছেন দেবজিৎ।

আরও সময় দিলে দল ছন্দে ফিরবে। ম্যাচের আগে জানিয়েছিলেন রবি ফাউলারের। এদিনের ম্যাচ ড্র করার পর সিজনের বাকি ম্যাচগুলিতে ইস্টবেঙ্গল অন্য দলগুলির জন্য আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট