আট নম্বর ম্যাচে জয় এসসি ইস্টবেঙ্গলের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নতুন বছরে নতুন এনার্জিতে এসসি ইস্টবেঙ্গল। একটানা লড়াইয়ের পর আট নম্বর ম্যাচে এসে জয় পেল লাল-হলুদ শিবির। এদিন লিগ তালিকায় সর্বশেষে থাকা ওড়িশাকে ৩-১ গলে হারিয়ে একধাপ এগিয়ে গেল রবি ফাউলারের দল।
এদিন শুরু থেকেই অনেকটা তাল ছন্দে মিল খুঁজে পাওয়া যাচ্ছিল ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের মধ্যে। অনেকটা দুরন্ত ছন্দে পিলক্লিন্টন এবং মাঘোমা। প্রথম ম্যাচে গোল করে নজির গড়লেন ব্রাইট।
আরও পড়ুনঃ ডেভিড উইলিয়ামসের দুর্ধর্ষ গোলে জয়ী এটিকে মোহনবাগান
এদিন ১৩ মিনিটের মাথায় দুর্দান্ত গোলে দলকে এগিয়ে দেন পিলক্লিন্টন। মাথা দিয়ে বিখ্যাত হেড দিয়ে এগিয়ে দেন তিনি। ৩৯ মিনিটের মাথায় স্টেইনম্যানের বাড়ানো পাস অনেকতা দৌড়ে এসে ওড়িশার দুই ডিফেন্ডারকে সরিয়ে জোরালো শটে গোল করেন মাঘোমা। প্রমাণ করে দিলেন ইস্টবেঙ্গলের গোলমেশিন তিনিই।
কিন্তু ৭৩ মিনিটে মাঘোমার বদলে ব্রাইটকে আনলেন ফাউলার। আর আনা মানেই কাজ। ৮৮ মিনিটে দুরন্ত শটে এসসি ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোলটি করেন ব্রাইট। এদিন শুরু থেকেই বেশ নমনীয় মনে হয়েছে ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের। মোহনবাগান থেকে আসা অঙ্কিত মুখোপাধ্যায় ছিলেন ছন্দে। এমনকি রাজু গায়কোয়াডের মতো খালোয়াড় আসায় ভরসা পেয়ছিল দল। কিন্তু একেবারে শেষ মুহুর্তে ওড়িশা এফসির হয়ে গোলটি করেন দিয়েগো।
এদিনের ম্যাচে নজর কেড়েছেন দেবজিৎ ঘোষ। ম্যাচের তিনটি গোল বাঁচিয়ে নিজেকে শক্তিশালী হিসাবে প্রমাণ করলেন দেবজিৎ।