বিজেপিকেই ভোট দেব বারাসাতে বিক্ষোভ আদিবাসী ও তপশিলী সম্প্রদায়ভুক্ত মানুষদের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একদিকে যখন গীতাঞ্জলী স্টেডিয়ামে তপশিলী জাতি উপজাতিদের নিয়ে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনি বারাসাতে দীর্ঘ বঞ্চনার অভিযোগ তুললেন আদিবাসী ও তপশিলী সম্প্রদায়ভুক্ত মানুষেরা।
বারাসাতে জেলাশাসকের দফতরের সামনে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখান তারা। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন দাবি-দাওয়া জানিয়ে এলেও কোন সমস্যার সমাধান আজ পর্যন্ত হয়নি। প্রতিবাদ করতে গেলেই দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। বারংবার এ বিষয়ে শীর্ষ নেতৃত্বকে জানানোর চেষ্টা করেছেন তারা।
রীতিমতো প্রকাশ্যেই বিক্ষোভ করেই তারা জানিয়ে দিলেন শাসক দলকে ভোট দেবেন না ভারতীয় আদিবাসী ও তপশিলি জাতি উন্নয়ন সংস্থার উত্তর 24 পরগনা জেলা সভাপতির সুকুমার সরদার। একই সঙ্গে তিনি জানালেন প্রতিশ্রুতি পূরণের জন্য এবার তারা বিজেপিকে ভোট দেবেন।
পালাবদলের রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলেছে বারাসাতে আদিবাসী সম্প্রদায়ের এই বিক্ষোভ। আদিবাসী সম্প্রদায়ের এই বিক্ষোভ যখন চিন্তার ভাঁজ বেড়েছে শাসকদলের কপালে তখন একই দিকে উল্লসিত হচ্ছে গেরুয়া শিবির।
প্রসঙ্গত আজ গীতাঞ্জলি স্টেডিয়াম এ বক্তব্য রাখতে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য থামিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে বক্তব্য।
গীতাঞ্জলী স্টেডিয়ামে বক্তব্য রাখতে গিয়ে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী
কারণ বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী লক্ষ্য করেন বেশ কিছু মানুষ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তিনি বলেন, সমস্ত জায়গায় তিন-চারটে লোককে ঢুকিয়ে দিচ্ছে। প্রত্যেকটি মিটিংয়ে তারা গন্ডগোল পাকাচ্ছে। স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানিয়ে দেন আমি ভগবান নই ভগবানের পক্ষেও সবটা করা সম্ভব নয়। নির্বাচন আসন্ন। এখনো এটা চাই ওটা চাই চলছেই। একটা পরিবারকে একাধিক প্রকল্পের সুবিধা দেওয়ার পরেও তাদের দাবি না মেটায় কার্যত ফুঁসে ওঠেন তৃণমূল সুপ্রিমো।