লক ডাউনে স্কুল ফি বাড়ানো যাবে না , প্রাইভেট স্কুলগুলোকে বার্তা শিক্ষামন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লকডাউন পর্বে নেওয়া যাবে না বর্ধিত ফি। বেসরকারি স্কুলকে কড়া চিঠি স্কুল শিক্ষা সচিবের৷ এর আগেও সরকারের তরফে রাজ্যের বেসরকারি স্কুলগুলিকে সতর্ক করা হয়৷ শিক্ষামন্ত্রীও একই বার্তা দিয়েছিলেন৷ ফি নিয়ে ফের কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী৷

বেসরকারি স্কুলের বহু অভিভাবক ফি বাড়ার অভিযোগ করেন শিক্ষামন্ত্রী কাছে৷ আরও অভিযোগ এসেছে বেশ কিছু স্কুলে অনলাইনে পঠনপাঠনে কিছু পড়ুয়াকে সুযোগ দেওয়া হচ্ছে না৷

স্কুলের মাইনে জমা দিতে না পারার জন্য অনলাইনে শিক্ষায় যোগ দিতে না দেওয়ার অভিযোগ৷

এরপরই বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় নিজের ফেসবুকে লিখেছেন, প্রাইভেট বিদ্যালয় গুলিকে ইতিমধ্যেই দ্বিতীয়বার জানানো হলো যে তারা ফি বৃদ্ধি এই মুহুর্তে করতে পারবে না।

স্কুলের মাহিনা বাবদ টাকা না দিলে অনলাইনে শিক্ষায় যোগ দিতে না পারার সিদ্ধান্ত সঠিক নয় সবাইকেই সেই সুযোগ দিতে হবে। এ ব্যাপারে সরকারের মনোভাব যথেষ্ট কঠোর।

লকডাউনের শহরে এক ফোনে হাজির ট্যাক্সি

আশা করি প্রাইভেট স্কুল গুলি সরকারের এই মনোভাব অনুযায়ী ব্যবস্থা নেবেন এবং অভিভাবকদের উপর মানসিক চাপ তৈরি করা থেকে বিরত থাকবেন।

এদিন তিনি আরও বলেন,আপনারা অনেকেই আমার গুরুত্বপূর্ণ বিষয় পোষ্টের পর অন্য বিষয়গুলো নিয়ে মতামত দিচ্ছেন৷

আপার প্রাইমারি নিয়ে জানাই বিষয়টি বিচারাধীন সমাধানসূত্র থাকলেও এ মুহূর্তে তা করা সম্ভব হচ্ছে না৷ অতিথি শিক্ষকদের বিষয় ভেরিফিকেশন অনেক দূর এগোনোর পর বর্তমান সময়ে আটকে পড়েছে।

যদিও কলেজ গুলি যাদের নিয়োগ করেছিল তাদেরকে সেইভাবেই ভাতা দেওয়ার কথা বলা হয়েছে কারণ এগুলি ওই সময় কালে সরকারের অনুমোদন ছিল না৷ সংকট কেটে গেলেই এ বিষয়ে সমাধান সূত্র বের হবে৷

এর আগে অতিথি শিক্ষক নিয়ে বলেন, আমরা লক্ষ্য করে দেখেছি যে সমস্ত কলেজ নিজেরাই অতিথি শিক্ষক নিয়েছিলেন তাদের কলেজ পরিচালন সমিতি ভাতা দেওয়া বন্ধ করেছে।

সম্পর্কিত পোস্ট