School Opening Westbengal : ৩ ফেব্রুয়ারী থেকে খুলছে স্কুল, নবান্নে ঘোষণা মমতার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফেব্রুয়ারি মাসে ৩ তারিখ থেকে রাজ্যজুড়ে স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান ( School Opening Westbengal )। সোমবার নবান্নে সাংবাদিকদের থেকে এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একইসঙ্গে তিনি জানালেন, অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অফলাইন মোডে চালু হচ্ছে স্কুল কলেজ ( School Opening Westbengal )। তবে যেহেতু এখনও টিকাকরণ হয়নি তাই প্রাথমিক নিয়ে কোন চিন্তা ভাবনা সরকার করছে না। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নির্দিষ্ট একটি জায়গা ঠিক করে সেখানেই শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের সংঘটিত করে পাড়ায় শিক্ষালয় চালু করবেন।
School Opening Westbengal
রাজ্যে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় আংশিকভাবে স্কুল খুলবে। একই সঙ্গে কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হবে। নবান্নে আজ রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করার পর মুখ্যমন্ত্রী সে কথা ঘোষণা করেন।
উল্লেখ্য, করোনা অতিমারীর সময়কাল থেকেই বন্ধ রাজ্যের সমস্ত স্কুল কলেজের পঠন পাঠন । ধীরে ধীরে সমস্ত ব্যবস্থা শিথিল হলেও বন্ধ রাখা হয় রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ( School Opening Westbengal ) গুলি । ফলে পিছিয়ে পড়ছে আগামী প্রজন্মের সমস্ত ছাত্র-ছাত্রীরা। এই দাবিতে আজ সোদপুর ট্রাফিক মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ভারতের গণতান্ত্রিক ছাত্র ফেডারেশনের কর্মীরা ।
দীর্ঘ প্রায় ৩০ মিনিট ধরে তারা অবরোধ চালায়। এরপর খড়দহ থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নিলেও পানিহাটি পৌরসভার সামনে বিক্ষোভ অবস্থান চালিয়ে যান ।
অবরোধকারীদের দাবি, রাজ্যের সমস্ত কিছুই শর্তসাপেক্ষে খোলার নির্দেশ দিয়েছে সরকার। সেখানে দাঁড়িয়ে স্কুল-কলেজ খুলতে ( School Opening Westbengal ) হবে। তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারীও দেন।
Mamata Banerjee Vs Jagdeep Dhankhar : পেগাসাস রাজভবন থেকে চলছে, টুইটারে রাজ্যপালকে ব্লক করলেন মমতা
প্রসঙ্গত, সরকারি-বেসরকারি সমস্ত ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ অনুযায়ী খোলা থাকলেও পুরোপুরি ভাবে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। শিক্ষাগ্রহণ বন্ধ রাখায় অনলাইন মোডে পড়াশোনা চলছিল দীর্ঘদিন। যার ফলে বঞ্চিত হচ্ছে দেশের প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীরা চরম ক্ষতিগ্রস্থ হচ্ছিল।
এমতাবস্তায় স্কুল-কলেজ শিক্ষাঙ্গন খোলার দাবিতে রাজ্যজুড়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন সোচ্চার হয়ে ওঠে। এদিন কার্যত সেই দাবিকে মান্যতা দিয়েই স্কুলের দরজা খোলার কথা ফের ঘোষণা করলেন মমতা।