১৫ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল, প্রশাসনিক বৈঠকে ঘোষণা মমতার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী ১৫ নভেম্বর সোমবার থেকে রাজ্যে খুলে যাচ্ছে স্কুল এবং কলেজ (School & College)।সোমবার উত্তরকন্যায় (Uttarlkanya) প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
সোমবার উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক বৈঠকে লক্ষ্মীর ভাণ্ডার (Lakhsmi Bhandar) এবং দুয়ারে সরকারের (Duyare sarkar) বিষয়ে মুখ্যমন্ত্রীকে তথ্য দিচ্ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
এবার বলিউড অভিনেত্রীর তৃণমূলে যোগদান
তখনই মমতা বলেন, “কালীপুজো হচ্ছে ৪ তারিখ। ১০ ও ১১ হচ্ছে ছটপুজো। ১৩ তারিখ হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তোমায় যা করতে হবে ১৫ তারিখ থেকে করতে হবে। স্কুল, কলেজ খোলার বিষয়টি ১৫ তারিখ থেকে করে দাও। তার আগে স্কুল-কলেজগুলি পরিষ্কার করতে হবে। সেগুলি মাথায় রাখ।”
মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকমহলের একাংশ। তবে দুর্গাপুজো পরবর্তী পরিস্থিতিতে বাড়তে শুরু করেছে করোনার গ্রাফ। ১৫ নভেম্বর পর্যন্ত পরিস্থিতির উপর নজর রাখার কথাও ঘোষণা করেছেন সরকার।