বাড়ছে করোনার দাপট, একদিনে আক্রান্ত ১ লক্ষ ৩১ হাজার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার ফের আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখের গণ্ডী। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১,৩১,৯৬৮ জন। ইতিমধ্যে মোট আক্রান্তের সংখ্যা ১.৩ কোটি পার করেছে।
গত ২৪ ঘন্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৭৮০ জনের। দেশে মোট মৃতের সংখ্যা ১,৬৭,০৬৪ জন। গত পাঁচ দিনের মধ্যে এই নিয়ে আক্রান্তের সংখ্যা ১ লক্ষের গণ্ডি চারবার পার করেছে। বিশ্বজুড়ে কোভিড আক্রান্তের নিরিখে ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান ভারতের।
দেশের মধ্যে আক্রান্তের নিরিখে সর্বপ্রথমে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৬,২৮৬ জন। মৃত ৩৭৬ জন। কর্ণাটকে করোনা আক্রান্ত হয়েছেন ৬,৫৭০। কেরলে একদিনে আক্রান্ত হয়েছেন ৪,৩৫৩ জন। দিল্লিতে একদিনে আক্রান্ত হয়েছেন ৭,৪৩৭ জন। ছত্তিসগড়ে একদিনে আক্রান্ত হয়েছে ১০,৬৫২ জন।
আরও পড়ুনঃ তথ্য তালাশঃ তৃতীয় দফার ভোটে 50 শতাংশ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণি থেকে কম
করোনার সঙ্গে মোকাবিলার জন্য ব্যাঙ্গালুরু সহ কর্ণাটকের একাধিক শহরে নাইট কার্ফু জারি করা হয়েছে। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ পার করেছে। একইসঙ্গে নয়ডা, মিরাট, গাজিয়াবাদ এবং বারেলিতেও জারি করা হয়েছে নাইট কার্ফু।
কোভিড পরিস্থিতি নিয়ে মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কনটেইনমেন্ট জোন এবং টেস্টিংয়ের মাধ্যমে করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।
১১ এপ্রিল থেকে ১৪ তারিখ অবধি দেশজুড়ে ‘টিকা উৎসব’ এর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমেও করোনা প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছেন তিনি।