করোনা বাড়াচ্ছে আতঙ্ক, লকডাউনের সিদ্ধান্ত মধ্যপ্রদেশ প্রশাসনের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশজুড়ে উর্ধ্বগামী করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কা বাড়িয়েছে। করোনা থেকে মুক্তি পেতে লকডাউন ঘোষণা করেছে একাধিক রাজ্যের সরকার। এবার সেই পথেই হাঁটল মধ্যপ্রদেশ সরকার।
মধ্যপ্রদেশের শহরাঞ্চলে লকডাউন ঘোষণা করল প্রশাসন। শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে সোমবার সকাল ৬ টা অবধি চলবে লকডাউন। অত্যাধিক হারে বৃদ্ধি পাওয়া করোনার হাত থেকে মুক্তি পেতে একাধিক জায়গায় জারি করা হয়েছে কার্ফু। ৮ এপ্রিল থেকে টানা ৭ দিনের জন্য চলবে কার্ফু।
একইসঙ্গে পরবর্তী তিন মাসের জন্য সপ্তাহে ৫ দিন করে অফিস খোলা রাখার নির্দেশ প্রশাসনের। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা অবধি খোলা থাকবে অফিস। শনি এবং রবি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে অফিস। ৮ তারিখ রাত ১০ টা থেকে ৬ টা অবধি চলবে নাইট কার্ফু। একাধিক জায়গাতেও চলবে এই নিয়ম।
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, রাজ্যে বেডের সংখ্যা ১ লক্ষ অবধি বাড়ানো হয়েছে। প্রত্যেকটি জেলায় একটি করে কোভিড কেয়ার সেন্টারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে গুজরাত এবং কেন্দ্রের সঙ্গে কথা বলে অক্সিজেনের সরবরাহ বাড়ানো হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১,২৬,৭৮৯। মধ্যপ্রদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০৪৩ জন। মৃত ১৩। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১,৯০৪।
একইসঙ্গে নয়ডাতে আগামী ১৭ এপ্রিল অবধি রাত ১০ টা থেকে সকাল ৬ টা অবধি নাইট কার্ফু জারি করা হয়েছে।