উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব মহুয়া দাসকে তলব নবান্নে

দ্য কোয়ারি ডেস্ক: উচ্চমাধ্যমিকের ফলাফল নিয়ে রাজ্য জুড়ে অসন্তোষ পড়ুয়াদের মধ্যে। উত্তর থেকে দক্ষিণ ফলাফলের অসন্তোষের কারণে বহু জায়গায় বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছে ছাত্র ছাত্রীদের।

এনিয়েই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব মহুয়া দাসকে তলব করা হয়েছে নবান্নে। মুখ্যসচিবের নেতৃত্বে নবান্নে চলছে বৈঠক।উপস্হিত রয়েছেন শিক্ষা সচিব মনীশ জৈন,সূত্র খবর রয়েছেন সরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজি। এদিন বিকেলে ৫.৪৭ মিনিট নাগাদ নবান্নে পৌঁছন তিনি।

করোনা আবহে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নির্দিষ্ট ফর্মুলাতে ফল প্রকাশের পর বিতর্ক পিছু ছাড়ছে না মহুয়া দাসের। একদিকে মুর্শিদাবাদের ছাত্রী রুমানাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক মন্তব্যের জের, অন্যদিকে কেন এত বেশিসংখ্যক পড়ুয়া অকৃতকার্য হল উচ্চমাধ্যমিকে?

পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল গোটা রাজ্যের পরিস্থিতি। সেই কারণ জানতে চেয়ে এবার সংসদ সভানেত্রী মহুয়া দাসের কাছ থেকে রিপোর্ট তলব করল স্কুল শিক্ষা দপ্তর।

চলতি বছরে উচ্চমাধ্যমিকে বিভিন্ন জেলায় অনেক পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় বিদ্যালয় শিক্ষা দপ্তর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে রিপোর্ট তলব করেছে। দপ্তরের আধিকারিকরা শুক্রবার রাতে এই নিয়ে দীর্ঘ সময় ভার্চুয়াল বৈঠক করেন।

পরে সংসদের মূল্যায়ন ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কিনা অথবা সংশ্লিষ্ট স্কুলগুলি পরীক্ষার্থীদের নম্বর পাঠাতে ভুল করেছে কিনা সংসদ সভাপতিকে সেই বিষয়টি পর্যালোচনা করে দেখতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।

রিপোর্টে মূল্যায়নের সঙ্গে স্কুলগুলির পাঠানো পরীক্ষার্থীদের নম্বর জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য উচচমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গতকাল রাজ্যের বিভিন্ন জেলার স্কুলে অভিভাবকরা বিক্ষোভ দেখান।

সম্পর্কিত পোস্ট