মিম থেকে তৃণমূলে যোগদান! সদস্য নয় দাবী মিমের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের মিম থেকে তৃণমূলে যোগদান। শনিবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সাংগঠনিক সভাপতি শেখ আবদুল কালাম সহ একাধিক নেতৃত্ব। যদিও আবদুল কালাম দলের সদস্য ছিলেন না জানিয়েছেন পশ্চিমবঙ্গের মিম কনভেনর জামিরুল হাসান।
শুধুমাত্র সেখ আবদুল কালাম-ই নয়, একাধিক জেলার মিম নেতৃত্ব এদিন তৃণমূলের পতাকার তলায় এলেন। এতে বিভিন্ন জেলায় তৃণমূলের সংগঠন আগের তুলনায় শক্ত হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপিকে আটকাতেই এই দলবদল বলে জানিয়েছেন শেখ আবদুল কালাম।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-prime-minister-has-expressed-grief-over-the-death-of-10-newborns-in-maharashtra/
যদিও কালামকে নিজেদের দলের সদস্য মানতে নারাজ মিম। এবিষয়ে দ্য কোয়ারিকে রাজ্য মিমের কনভেনর জামিরুল হাসান জানিয়েছেন, তৃণমূলে যোগ দেওয়া শেখ আবদুল কালাম মিম কর্মী ছিলেন না। উনি অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন।
তিনি আরও বলেন, দুই বছর আগেই দল তাঁকে বহিষ্কার করে। পরে মিজানুর রহমানের ইউএসপিএ পার্টিতে যোগদান করেন তিনি। এবিষয়ে সমস্ত তথ্য রয়েছে। এই সমস্ত চুনোপুটিদেরকে নিয়ে হইচই করছে তৃণমূল।