প্রবল রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ইতালির রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত সের্জিও মাত্তারেল্লা

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: করোনার ভয়ঙ্কর বিপর্যয় ও টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ইতালির রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হলেন সের্জিও মাত্তারেল্লা। যদিও তার এই পুননির্বাচন প্রাথমিকভাবে নিশ্চিত ছিল না।

মাত্তারেল্লা নিজেও দ্বিতীয়বারের জন্য ইতালির রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিতে চাননি। কিন্তু দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি দেখে শেষ পর্যন্ত দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য ইতালির রাষ্ট্রপতির ক্ষমতা অনেকটাই আনুষ্ঠানিক। এক্ষেত্রে ভারতের সঙ্গে অনেকটাই মিল আছে। তবে সে দেশের রাষ্ট্রপ্রধানের মেয়াদকাল ৭ বছর। ২০১৫ সালে প্রথমবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন সের্জিও মাত্তারেল্লা।

তার আগে তিনি ইতালির সাংবিধানিক আদালতের বিচারক ছিলেন। এই সাত বছরে যেমন দেশে পাঁচটি সরকারকে দেখেছেন, তেমনই প্রত্যক্ষ করতে হয়েছে করোনার প্রথম ঢেউয়ে ইতালির মৃত্যুপুরী হয়ে ওঠার ঘটনা।

শনিবার ইতালির রাষ্ট্রপতি নির্বাচন ছিল। এই নির্বাচনে মূলত সে দেশের আইনসভার সদস্যরা ভোট দিয়ে থাকেন। রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হতে মাত্তারেল্লার প্রয়োজন ছিল ৫০৫ টি ভোট। যদিও তিনি পেয়েছেন ৭৫৯ টি ভোট। সম্ভবত আগামী বৃহস্পতিবার দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি পদে শপথ নেবেন ৮০ বছরের সের্জিও মাত্তারেল্লা।

সম্পর্কিত পোস্ট