গুরুতর অসুস্থ RJD সুপ্রিমো, বুকে এক্সরে রিপোর্টে করোনার সংক্রমন, ভর্তি হাসপাতালে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গুরুতর অসুস্থ আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। প্রবল শ্বাসকষ্ট নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছে রাচি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। চিকিৎসকেরা জানাচ্ছেন তাঁর বুকের সংক্রমণ এবং নিউমোনিয়া হয়েছে।
লালুপ্রসাদের অসুস্থতার খবর পেয়ে তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছে গিয়েছেন ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসকেরা জানাচ্ছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চলছে। গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। প্রত্যেক মুহূর্তে তাঁর শারীরিক অবস্থার ওপর নজরদারি চালানো হচ্ছে।
ইতিমধ্যেই লালুপ্রসাদের করোনা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তবে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট ইতিমধ্যেই নেগেটিভ এসেছে। হাসপাতাল সূত্রে খবর এখনো পর্যন্ত rt-pcr পরীক্ষার রিপোর্ট হাতে আসেনি। বুকে এক্সরে করা হয়েছে । তাতেই করোনার লক্ষণ দেখা গিয়েছে।এতে নতুন করে চিন্তায় পড়েছেন চিকিৎসকেরা।
বেশ কয়েকদিন ধরেই অসুস্থ আরজেডি সুপ্রিমো ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। তার কিডনির অবস্থা একদমই ভালো নয়। এছাড়াও ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। ডায়াবেটিস এবং উচ্চচাপ জনিত সমস্যা রয়েছে লালু প্রসাদ যাদবের ।
১১ দফা দাবিতে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ডেপুটেশন মহিলা মোর্চার
প্রাথমিকভাবে জানা যাচ্ছে লালু প্রসাদ যাদবের শরীরে যদি করোনার নমুনা না পাওয়া যেত তাহলে এইমসে ভর্তি করে তার চিকিৎসা করা যেত। যেহেতু করোনা সংক্রমনের নমুনা পাওয়া গিয়েছে আপাতত রাঁচিতেই তার চিকিৎসা চলবে।
প্রসঙ্গত, বিহার নির্বাচনের আগে লালু প্রসাদ যাদবের জামিনের আবেদন জানানো হয়েছিল তবে আদালত সেই আর্জি খারিজ করে দেয়। ২০১৭ সাল থেকে পশুখাদ্য কেলেঙ্কারিতে দুর্নীতির অভিযোগে এখনো পর্যন্ত জেলবন্দি রয়েছেন বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব । তাঁর দুটি কিডনি ঠিকমতো কাজ করছে না। এছাড়াও শারীরিক বেশকিছু সমস্যা নতুন করে দেখা দিতে শুরু করেছে।
চিকিৎসকেরা জানাচ্ছেন মোটের ওপর স্থিতিশীল নয় লালু প্রসাদ যাদব। তবে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। কমে গিয়েছে তাঁর খাওয়া দাওয়ার পরিমাণ।