শর্তসাপেক্ষে শুরু হল সেরামের ভ্যাক্সিন ট্রায়াল

দ্যা কোয়ারি ডেস্ক: অক্সফোর্ড ক্লিনিকাল ভ্যাকসিনের ট্রায়াল শুরু করল পুণের সিরাম ইনস্টিটিউট। ভারতে ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল।
মঙ্গলবার এই অনুমতি দিলেন ডিসিজিআইয়ের ভিজি সোমনি। তবে অনুমতির সঙ্গে বেশ কিছু শর্ত সামনে রাখা হয়েছে। স্ক্রিনিংয়ের জন্য আরও যত্নবান হতে বলা হয়েছে সিরাম ইনস্টিটিউটকে।

স্বেচ্ছাসেবীদের বিষয়ে আরও বিষদে তথ্য জমা করতে হবে। কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কি না সেবিষয়ে বিশেষ নজর রাখতে হবে।
যদিও কোনও স্বেচ্ছাসেবকের দেহ পার্শ্বপ্রতিক্রিয়া মেলে সেক্ষেত্রে ভিসিজিআইয়ের কাছে সম্পূর্ণ বিবরণ জমা দিতে হবে। কোন সময়ে কোন ওষুধ প্রয়োগ করা হচ্ছে, সেবিষয়ে জানাতে হবে ভিসিজিআইকে।
চলতি মাসে ইংল্যান্ডে এক স্বেচ্ছাসেবকেত দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ায় স্থগিত রাখা হয় কোভ্যাক্সিনের ট্রায়াল। গত শনিবার থেকে তা পুনরায় শুরু হয়েছে।
১১ সেপ্টেম্বর অক্সফোর্ড এস্ট্রোজেনেকার তৈরি কোভিড ভ্যাক্সিনের প্রয়োগ সাময়িক স্থগিত রাখার নির্দেশ দেয় ভিসিজিআই। মঙ্গলবার থেকে তা পুনরায় চালু হয়।

সম্পর্কিত পোস্ট