পাঞ্জাব কংগ্রেসের নয়া মন্ত্রীসভায় সাতটি নতুন মুখ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিতের কাছে নতুন মন্ত্রীদের নামের তালিকা জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। কিন্তু শেষ মুহূর্তে ফের সেই তালিকায় পরিবর্তনের ইঙ্গিত মিলল।

দলের অন্দরের খবর, রাজ্যপালের কাছে নামের তালিকা জমা দেওয়ার পর রাতে ফের রাহুল গান্ধীর সঙ্গে ভিডিয়ো কনফারেবন্সে বৈঠক করেন নতুন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই নাকি ফের নাম বদল করা হতে পারে।

এদিকে, আজই বিকেল সাড়ে চারটে নাগাদ শপথ নেওয়ার কথা নতুন মন্ত্রীদের। সূত্রে খবর, পাঞ্জাবের মন্ত্রিসভায় সাতটি নতুন মুখ আসতে চলেছে।

উত্তরপ্রদেশের মন্ত্রীসভায় রদবদল, জায়গা পেতে পারেন জীতিন প্রসাদ

এরমধ্যে বিধায়ক রানা গুরজিৎ সিংয়েরও নাম রয়েছে, যাকে দুর্নীতির অভিযোগে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছিলেন অমরিন্দর সিং। আম আদমি পার্টি ও আকালি দলও এই খবর শোনার পর থেকে বিরোধিতা শুরু করেছে।

বিরোধী নেতা হরপাল সিং চিমাও এর আগেই অভিযোগ করেছিলেন, নতুন মুখ্যমন্ত্রী দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ভারতভূষণ আশু ও রানা গুরজিৎ সিংকে মন্ত্রিসভায় জায়গা দিতে চলেছেন।

নাম রয়েছে রাজ কুমার ভেরকা, কুলজিৎ নাগরা, গুরকিরাট সিং কোতলি, পারগাট সিং, রাজা ওয়ারিং, রানা গুরজিৎ এবং সুরজিৎ সিং ধিমানের।

সম্পর্কিত পোস্ট