দীর্ঘ প্রতীক্ষার অবসানের অপেক্ষা, নানা রঙের রোশনাইতে সেজে উঠছে অযোধ্যা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আর মাত্র কিছুদিনের অপেক্ষা। নানা রঙে সেজে উঠছে অয্যোধ্যা। ঐতিহাসিক রামমন্দির নির্মাণের কাজ শুরু হবে ৫ অগাস্ট ভুমি পুজার মাধ্যমে।

আমন্ত্রিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমন্ত্রিত হয়েছেন বর্ষীয়ান নেতা এলকে আদবানী, মুরলী মনোহর যোশি।

সূত্রের খবর, দুই নেতাকে ফোন কলের মাধ্যমে আমন্ত্রিত করা হবে। আমন্ত্রণ জানাবেন স্বয়ং রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। আমন্ত্রিত হয়েছেন উমা ভারতী, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং।

এরই মধ্যে ১৯৯২ সালে বাবরি মসজিদ কান্ডে জড়িত লালকৃষ্ণ আদবানীকে গত সপ্তাহে জিজ্ঞাসার জন্য ডাকা হয়। প্রায় সাড়ে চার ঘন্টা ধরে ৯২ বছর বয়সী আদবনীকে জিজ্ঞাসাবাদ করে লখনৌ সিবিআই আদালত।

একই আদালতে হাজির হতে হয়েছিল মুরলী মনোহর যোশি কেও। যদিও তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা।

উমা ভারতী, মুরলী মনোহর যোশি এবং লালকৃষ্ণ আদবানী তিনজনেরই নাম বাবরি মসজিদ কান্ডের যুক্ত রয়েছে।
দীর্ঘ সময় এনডিএর সঙ্গে যুক্ত থাকা শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরেও আমন্ত্রিত হতে পারেন বলে জানা যাচ্ছে।

শিবসেনার তরফে জানানো হয়েছে, রামমন্দির নির্মাণের সময়ে শিবসেনাও যথেষ্ট পরিমাণে ঘাম ঝড়িয়েছে।  শিবসেনা প্রধান উদ্ধভ ঠাকরে জানিয়েছেন, কোভিডের কথা মাথায় রেখে রাম মন্দির নির্মাণে তিনি যেতে রাজি নন।

আমন্ত্রিত হতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রাজনৈতিক মহলের মতে, এই মুহুর্তে এনডিএ জোটের গুরুত্বপূর্ণ সদস্য নীতিশ কুমার। বিহারের নির্বাচনের কথা মাথায় রেখে তিনিও আমন্ত্রিত হতে পারেন।

রাজ্যের বাইরে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সহ ১৮ জন বিধায়ক, চরম অস্বস্তিতে গেহেলট

ঐতিহাসিক রামমন্দির নির্মাণের কাজ এবার সমিয়ের অপেক্ষা। ঐতিহাসিক রামমন্দিরের ভূমি পুজায় আনা হবে ৪০ কেজি রূপোর ইট। যা স্থাপন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দক্ষিণ ভারত থেকে আনা হচ্ছে রাম, সীতা এবং লক্ষণ সহ লব ও কুশের মুর্তিও।

রামমন্দির ভুমি পুজার দিনে কড়া নিরাপত্তা রাখা হয়েছে গোটা এলাকাজুড়ে। এলাকার কোনও জায়গায় ৫ জনের বেশী জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

ভুমি পুজার আগে করোনা আক্রান্ত হয়েছেন রাম মন্দিরের এক পুজারী। করোনা আক্রান্ত হয়েছেন ১৬ জন নিরাপত্তা রক্ষীও।

ডিআইজি দীপক কুমার জানিয়েছেন, করোনার এবং রাম মন্দিরের কথা মাথায় রেখে এই ব্যবস্থা নিয়েছে প্রশাসন৷ পাশাপাশি নিরাপত্তা এবং করোনার কথা মাথায় রেখে অয্যোধ্যা শহরের একাধিক জায়গায় এলইডির ব্যবস্থা করা হয়েছে।

অয্যোধ্যা ভুমি পুজার আঁচ গিয়ে পড়েছে দিল্লিতেও। দিল্লির একাধিক এলাকায় এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। দিল্লি বিজেপি সভাপতি অধেশ কুমার গুপ্তা জানিয়েছেন দিল্লিতেও অয্যোধ্যার মহল তৈরি করতে এই ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, প্রায় একশো বছর ধরে চলা বিতর্কিত রামমন্দিরের মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। ট্রাস্ট গঠন করে মন্দির নির্মাণের কাজ শুরুর নির্দেশ পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। মাঝে করোনার কারণে সময় পিছিয়ে গেলেও ৫ অগাস্ট মহাসমারোহে শুরু হতে চলেছে মন্দির নির্মাণের কাজ।

সম্পর্কিত পোস্ট