সরকারের ৮৫ হাজার ফেরাচ্ছে একাধিক পুজো কমিটি

আরজি কর-কাণ্ডের বিচার চেয়েএবার কলকাতাতেও সরকারি অনুদানের টাকা নিতে অস্বীকার করল নামী এক দুর্গাপুজো কমিটি ৷ গার্ডেনরিচের খ্যাতনামা পুজো কমিটি ‘মুদিয়ালি আমরা কজন’ থানা থেকে অনুদানের চেক তোলেনি ৷ শহর কলকাতায় এই ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। সম্প্রতি নেতাজি ইন্ডোরের সভা থেকে এবারেও পুজোর অনুদান বাড়িয়েছে রাজ্য সরকার। কিন্তু আর জি করের ঘটনা মানুষের মধ্যে ক্ষোভ আরও বাড়িয়েছে৷ যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

গার্ডেনরিচ এলাকার ‘মুদিয়ালি আমরা কজন’ দুর্গাপুজো কমিটি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে থানা থেকে সরকারি অনুদানের চেক আনতেই গেল না ।এই প্রসঙ্গে ক্লাবের সম্পাদক কংগ্রেস নেতা মহম্মদ মোক্তার একটি বিবৃতিতে জানিয়েছেন, আরজি কর-কাণ্ডের ঘটনার প্রতিবাদ স্বরূপ সরকারের দেওয়া ৮৫ হাজার টাকা অনুদান প্রত্যাখ্যান করছি।

লালগোলা মহিলা পুজো কমিটি সরকারি অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বারাসতের সরোজিনী পল্লি উন্নয়ন সমিতির সদস্যরা বলছেন বিচার চাই। অনুদান চাই না। আবার জয়নগরের সৃজনী সঙ্ঘ রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, কৃষ্ণপুর মহিলা পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন, আমাদের পরিচয় আমরা মহিলা কমিটি। এভাবে একজন মহিলাক ধর্ষণ করে খুন করা হয়েছে। ভাবলে গা শিউরে ওঠে। এত ভয়াবহ ঘটনা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সিদ্ধান্ত।

এর আগে হুগলির একাধিক ক্লাব পুজো অনুদান প্রত্যাখানের কথা ঘোষণা করেছিল। এবার একাধিক ক্লাব একেবারে মাইকে করে ঘোষণা করে এই পুজো অনুদান প্রত্যাখানের কথা ঘোষণা করেছে। উত্তরপাড়ার তিনটি পুজো কমিটি রাজ্য সরকারের পুজোর অনুদান ৮৫ হাজার টাকা প্রত্যাখ্যান করে।

সম্পর্কিত পোস্ট