উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার শাহরুখ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত সপ্তাহের সোমবার উত্তর-পুর্ব দিল্লিতে বন্দুক হাতে এক যুবকের ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে দিল্লির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
বন্দুক হাতে লাল গেঞ্জি পড়া যুবকের ভিডিও ভাইরাল হতেই তাঁকে গ্রেফতার করার জন্য তৎপর হয় প্রশাসন। মঙ্গলবার তাঁকে উত্তরপ্রদেশের বারেলি থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের ক্রাইম বাঞ্চ।
প্রসঙ্গত, গত ২৪ তারিখ দিল্লির জাফরাবাদে সিএএ বিরোধী এবং সমর্থকদের মধ্যে আন্দোলন চলাকালীন বন্দুক হাতে পুলিশের দিকে এগিয়ে আসতে দেখা যায় ওই যুবককে।
আরও পড়ুনঃ একইদিনে দু’বার লোকসভায় স্থগিতাদেশ, দিল্লির ঘটনায় তোলপাড় সংসদ
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে যুবককে শূন্যে কয়েকবার গুলি ছুঁড়তে দেখা যায়। তারপর থেকেই ধৃত শাহরুখের খোঁজ শুরু করে প্রশাসন। মঙ্গলবার তাঁকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করে পুলিশ।
Delhi Police to brief media later today on details of the arrest of Shahrukh, the man who had opened fire at police during violence in North East Delhi on 24th February. pic.twitter.com/Fz03eEBHmy
— ANI (@ANI) March 3, 2020
গত ২৩ ফ্রেব্রুয়ারি উত্তর-পুর্ব দিল্লি জুড়ে শুরু হয় সংঘর্ষ। ২৫ শে ফ্রেব্রুয়ারি অবধি চলা দিল্লির সংঘর্ষে মৃতের সংখ্যা দাঁড়ায় ৪৬। ঘটনায় পুলিশ কনস্টেবল রতন লাল এবং আইবি অফিসার অঙ্কিত শর্মা প্রাণ হারান।
আহত হন ২০০ জনের অধিক। এখনও অবধি ঘটনায় ২০০ এর অধিক এফআইআর দায়ের করা হয়েছে। প্রায় ১৩০০ জনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ু