নির্বাচনের ভরাডুবি খতিয়ে দেখার জন্য হাইকম্যান্ডকে চিঠি দিলেন শঙ্কর মালাকার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনে বিপর্যস্ত হয়েছে সংযুক্ত মোর্চা জোট৷ স্বাধীনতার পর এই প্রথমবার বিধানসভায় খালি হাতে ফিরতে হয়েছে কংগ্রেসকে। রাজ্যজুড়ে শোচনীয় হারের জন্য প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে দুষছেন জেলা থেকে বুথ স্তরের কর্মীরা৷ এবার সেই প্রতিবাদের সেই সুর চড়ালেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার। দলের কারণ খতিয়ে দেখতে চিঠি দিলেন হাইকম্যান্ডকে।
এর আগে তিনবার মাটিগাড়া-নক্সালবাড়ি কেন্দ্র থেকে জয়লাভ করেছেন শঙ্কর মালাকার। এবারের নির্বাচনেও ওই কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিল দল৷ কিন্তু ব্যাপকভাবে পরাজিত হন তিনি। শুধুমাত্র তিনিই নয়, দলের একাধিক হেভিওয়েট নেতা বিধানসভা নির্বাচনে হার হয়েছে। মালদহ, মুর্শিদাবাদ এবং দিনাজপুরে ক্ষমতাহীন হয়েছে তাঁরা৷
২১ এর নির্বাচনে দলের হারের কারণ খতিয়ে দেখার জন্য সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি দিলেন দার্জিলিং জেলা সভাপতি।
চিঠিতে ভার্চুয়াল মিটিং না করে এক একজনকে ডেকে বৈঠক করে কারণ দেখানোর কথা উল্লেখ করেন তিনি৷ তিনি বলেন, জোট করে মানুষের কাছে পৌঁছাতে পারিনি আমরা। জোট নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠে মানুষের কাছে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছে।
তবে কংগ্রেসের অন্দরে এই ঘটনা নতুন কিছু নয়। রাজ্য নেতৃত্বের ভাগ হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন নীচু তলার কর্মীরাই। অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে আবদুল মান্নানের ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন।