৪৮ তম বর্ষে পা রাখলো শরৎ মেলা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  প্রতিবারের মতো এই বারও শুরু হয়ে গেলো শরৎ মেলা। হাওড়া জেলাতে হয়ে থাকে এই মেলা। এই বছর এই মেলা ৪৮ তম বছরে পড়ল।

কথা সাহিত্যিক শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় এর এই জায়গায় , যেখানে তাঁর বাড়ি , তাঁর সৃষ্টি নানা সাহিত্য বারবার ইতিহাসের কাছে আমাদের নিয়ে যায়।

প্রতিবারের মতো এইবারও এই মেলার উদ্বোধনে উপস্থিত থাকলেন সমাজের বিশিষ্টজনেরা। উপস্থিত থাকলেন রাজনৈতিক জগতের মানুষেরা।

আরও পড়ুনঃ দিনভর দেশনায়ককে স্মরণ ,পালন ১২৪তম জন্ম দিবস

আগামী বেশ কয়েকদিন চলবে এই শরৎ মেলা। এসময় এক অন্য পরিবেশ সৃষ্টি হয় জেলা হাওড়াকে  কেন্দ্র করে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনেরা আসেন এই মেলায়।

এ যেন এক উৎসবের মঞ্চ। এক মিলনস্থল ।সঙ্গে থাকে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানয এইবারও থাকছে নাটক, গান, নৃত্য, আবৃত্তি নিয়ে এক সাংস্কৃতিক মিলন মঞ্চ।

সম্পর্কিত পোস্ট