তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শিখা মিত্র এবং শুভ্রা ঘোষ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগ দিলেন শিখা মিত্র এবং শুভ্রা ঘোষ। তৃণমূল কংগ্রেসের বঙ্গজননী শাখায় ফিরছেন শিখা মিত্র।
গত সপ্তাহে ছিল প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের বাৎসরিক। সেই উপলক্ষে তাঁর বাসভবনে আয়োজন হয়েছিল অনুষ্ঠানের। এদিন সন্ধ্যেবেলায় সোমেন জায়া শিখা মিত্রকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাৎসরিক অনুষ্ঠানের কাজ ঠিকভাবে হয়েছে কিনা সে বিষয়ে খোঁজ-খবর নেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি হিসেবে এদিন সোমেন মিত্রের বাৎসরিক অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।সূত্র মারফত জানা গিয়েছে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। সেখানে উঠে এসেছে রাজনীতির আলাপচারিতা।
করোনার তৃতীয় ঢেউয়ের সতর্কতা, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক উড়ান বন্ধের সিদ্ধান্ত
শিখা মিত্র জানান, গত জুন মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন করেছিলেন তখনই সোমেন মিত্রের বাৎসরিক অনুষ্ঠানের কথা তাকে জানিয়েছিলাম। তাই তিনি ফোন করে খোঁজ নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যতায় খুশি মিত্র পরিবার। বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির উর্ধ্বে সৌজন্যতা বজায় রেখেছেন। ব্যতিক্রম হল না এবারও।
তিনি আরও বলেন, আমি এতদিন বাড়িতেই ছিলাম৷ মমতা বন্দ্যোপাধ্যায় আমায় দলে ডেকেছেন৷ মমতা ছাড়া আর কেউ নেই৷ উনি ভোটে কী করে হারলেন আমি সত্যিই বুঝতে পারিনি৷ মমতা সাধারণ ভাবে থাকেন৷ সাধারণের জন্য করেন৷ বিজেপিতে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না৷ ওরা সাম্প্রদায়িক৷ কেন্দ্রে ক্ষমতায় আছে৷ কিন্তু, কিছুদিন পর দলটার আর অস্তিত্ব থাকবে না৷
আগেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছেন। এ বার আর এক অভিজ্ঞ কংগ্রেস নেতার স্ত্রী ফের তৃণমূলে যোগ দিলেন।