মানভঞ্জনে ব্যর্থ দল, সিদ্ধান্তে অনড় শীলভদ্র দত্ত

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  বরাবরই নিজেকে তৃণমূলের অনুগত সৈনিক হিসাবেই দাবি করেন তিনি। তবে জানা গিয়েছে, ইতিমধ্যেই তিনি নাকি দলের একাংশকে জানিয়ে দিয়েছেন যে, দলের হয়ে ২০২১ নির্বাচনে আর লড়বেন না। তিনি শীলভদ্র দত্ত।

মঙ্গলবার সকালে তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্তের বাড়িতে যান প্রশান্ত কিশোরের টিম। প্রশান্ত কিশোর প্রতিনিধিদের স্পষ্ট জানিয়ে দেন, তিনি নিজের সিদ্ধান্তেই অনড়।

এদিন তারা বর্ষীয়ান বিধায়কের বাড়িতে গিয়ে তাঁকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তিনি সোজাসুজি জানিয়ে দেন, একুশের বিধানসভা ভোটে তিনি প্রার্থী হতে চান না। এরপর সন্ধ্যেবেলা তাঁর বাড়িতে দেখা করতে যান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/co-vaccine-trail-will-be-start-from-wednesday-in-kolkata/

এদিন ব্যারাকপুরের বিধায়ক বলেন,  “প্রশান্ত কিশোরের টিম আমার সঙ্গে কথা বলতে এসেছিল। কথা বলে চলে গিয়েছে। আমি তো আগেই প্রকাশ্যে নিজের কথা জানিয়েছি। নতুন করে আর কী বলার আছে। আমার সিদ্ধান্ত বদলানোর কোনো পরিস্থিতি নেই”।

তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের টিম প্রসঙ্গে শীলভদ্র বলেন, “পিকে টিমের কাজকর্ম আমার ভালো লাগেনি। তবে তাদের বিরুদ্ধেও আমার বিশেষ কিছু বলার নেই। দল তাদের দায়িত্ব দিয়েছে,  তাই এসেছে। তবে দলের নেতা-কর্মীরা এলে ভালো হতো।“

আগের ভোটে তাঁর সঙ্গে অন্তর্ঘাত হয়েছিল বলে শোনা যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, “২০১৬ সালে অন্তর্ঘাত হয়েছিল। তাতেও আমি জিতেছি। যারা অন্তর্ঘাত করেছিল, তাদের ক্ষমতা আমি প্রমাণ করে দিয়েছে। ব্যারাকপুরের মানুষ আমার সঙ্গে রয়েছেন। আমিও তাঁদের সঙ্গে রয়েছি। কিছুটা ক্ষেত্রে মনে হচ্ছে, শীর্ষ নেতৃত্বের মন্তব্য বেশ কিছু নেতা-নেত্রীর সঙ্গে দলের দূরত্ব বাড়াচ্ছে”।

প্রসঙ্গত, শুভেন্দু অধিরকারী মন্ত্রীত্ব ছাড়ার পর তিনি বলেছিলেন “একদম সঠিক কাজ করেছে শুভেন্দু।“  অন্যদিকে, মিহির গোস্বামী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি স্বাগত জানিয়েছিলেন তার সিদ্ধান্তকে।

তবে শুভেন্দু অধিকারীর সঙ্গে মঙ্গলবার সন্ধে বেলা বৈঠকে জল্পনা মিটে গেছে বলে জানান সাংসদ সৌগত রায়। শুভেন্দু দলে থাকছেন বলেও জানান তিনি। শুভেন্দুর এই সিদ্ধান্তের পর কী করবেন শীলভদ্র দত্ত, তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।

সম্পর্কিত পোস্ট